অনলাইন ডেস্ক:
পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে চলমান ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা আগেই প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।
তিনি গণমাধ্যমকে জানান, বড়দিন উপলক্ষে মানুষের কথা চিন্তা করে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। আর আপাতত কোনো কর্মসূচি আমরা দিচ্ছি না। তবে চার-পাঁচদিন পর আমরা আবারও বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবো।
উল্লেখ্য, কোয়ারিতে অবৈধ বোমা মেশিন ব্যবহার, পরিবেশ ধ্বংস, মানুষের মৃত্যুর পরও পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে গত মঙ্গলবার থেকে পরিবহণ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটে সিলেট বিভাগের তিন জেলায় বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, কোচ, লেগুনা, ট্যাংকলরি, সিএনজিচালিত অটোরিকশাসহ সব গণপরিবহনের চলাচল বন্ধ থাকে। তবে অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী, ফায়ার সার্ভিস, সংবাদপত্র ও জরুরি ওষুধ সরবরাহের গাড়ি ধর্মঘটের আওতামুক্ত ছিলো। সূত্র সিলেটের ডাক
Leave a Reply