স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিশ্বজিৎ রায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৭৪ ভোট বেশি পেয়ে তিনি জয়লাভ করেন।
সোমবার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভার ভোট গ্রহণ চলে সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত। সর্বশেষ ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বিশ্বজিৎ রায় ৫৯১০ ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন জগ প্রতীকে ৫৭৩৬ ভোট পান।
Leave a Reply