স্টাফ রিপোর্টার-দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট (নিজস্ব প্রতিবেদক) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) চ্যানেল কর্তৃপক্ষ তার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে।
দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, করোনাকালীন সময়ে যখন অনেক হাউজ প্রতিনিধি ছাটাই করেছে, বেতন কমিয়ে দিয়েছে সেখানে এনটিভি সম্পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে মাসের শেষ দিনে অথবা মাসের প্রথম দিনই আমাদের বেতন দিয়েছে, পাশে থেকেছে। আমি আমার ভালো কাজের মূল্যায়ন পেয়েছি। এখন আমার দায়িত্ব আরও বেড়েছে। পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করায় সুনামগঞ্জের মানুষদের, সহকর্মীদের, শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। আশা করি আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন।
২০১৩ সাল থেকে চ্যানেলটির সুনামগঞ্জ প্রতিনিধির দায়িত্বে রয়েছেন দেওয়ান গিয়াস। এছাড়া তিনি একজন সংস্কৃতিকর্মী ও নাট্যকর্মী হিসেবে সুপরিচিত। সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা, নাটকে অভিনয়সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। একসময় স্কাউট লিডার হিসেবে সক্রিয় ছিলেন। প্রথমআলো বন্ধুসভা সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন।
Leave a Reply