স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউ-কের আয়োজনে গুণীজনদের স্মরণে মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের রাধারমণদত্ত মিলনায়তনে সংগঠনের সহসভাপতি কাউন্সিলর শফিকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক মোশারফ হোসেনের পরিচালনায় পবিত্র আল কোরআন থেকে তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আবু হোরায়রা ছাদ মাষ্টার. উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সমাজসেবক আলী নুর, ক্রীড়া সংগঠক আবিবুল বারী আয়হান, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদ ইউ-কের, সালাউদ্দিন মিঠু, আবুল বারী, আকমল হোসেন ভূঁইয়া, আব্দুল বারী, আবু মিয়া, ফয়সল মিয়া,গোলাম রব্বানী আকাশ, পরান মিয়া, মোশারফ হোসেন, আনসার মিয়া, রফিক আলী। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহ ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজা ও কোষাধ্যক মনোয়ার কাবেরী শান্তিপূর্নভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করায় সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে আসা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, প্রয়াত গীতিকার আব্দুল তাহিদ, গীতিকার কুতুব আলতাব, বশির আহমদ, সাবেক কৃতি ফুটবলার ইউনুস মিয়া, আব্দুর নূর, সৈয়দ সাব্বির আহমদ, মবশ্বির আলী, মঞ্জু কাবেরী, তছির আলী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়ার মৃত্যুতে এই অনুষ্ঠিনের আয়োজন করা হয়।
Leave a Reply