Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা-হলুদ খামের চিঠি

কবিতা: হলুদ খামের চিঠি
মো.আব্দুুল মতিন

হলুদ খামের পুরনো চিঠির বয়স কুড়ি বছর।
এসেছিল ভুলে;
অজানা,অচেনা বালিকার হাতের লেখা
রক্তাক্ত অন্তরের মিনতি নিয়ে ভুল
ঠিকানায়! প্রাপকের নামটি ঠিকই ছিল বলে
প্রাপক উত্তর পাঠাবার সিদ্ধান্ত নেন মাঝরাতে।
” আপনার চিঠিটি আমার নামে ও ঠিকানায় এসেছে বলে
পড়ে ফেলেছি, সেই ভুলের জন্য ক্ষমা চাচ্ছি হে অচেনা ; ”
কাঁচা বয়সের অচেনার উত্তর আসে,
” ছবিসহ মনের কথা পাঠালাম..
চিঠিটি কাঙ্ক্ষিত ঠিকানায় পৌছেছে।
এমন কাউকেই চিঠির প্রেরক খুঁজছিলেন ;
ভালবাসা জানবেন ” !
প্রাপক বিব্রত হোন পুনরায়, চিঠি ও ছবি পেয়ে।
.
বয়সের রাস্তায় হেটে চল্লিশোর্ধ সেদিনের প্রাপক;
কনকনে শীতের হাওয়ায়,সামনে পড়া হলুূদ রঙের
বৃদ্ধপাতা দেখে মনে পড়ে হলুদ খামের চিঠি।
সেদিন বিজয়ের মাস ছিল ; শীতের সন্ধ্যায়
হলের পাশে ভাপা পিঠা খেতে খেতে বন্ধুদের আড্ডা ছিলো;
আজ সবই অতীত।
হঠাৎ আকাশে ছুঁটে চলা উল্কার মতো করে স্মৃতি উঁকি মারে ;
প্রেরক কেমন আছে জানতে ইচ্ছে করে মধ্যবয়সী শীতের রাতে।
প্রেরকের পুরনো ঠিকানা মুছে গেলেও হলুদ খামের চিঠির টান পড়ে প্রাপকের।
বুড়ি, নিশ্চয় ভালো আছো?
সংসার,সন্তানের ব্যস্ততায় ভুলে গেছো হলুূদখামের চিঠি?

Exit mobile version