Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা-ভোরআসে কষ্টের গীতাঞ্জলি নিয়ে

ভোরঅাসে কষ্টের গীতাঞ্জলি নিয়ে

মো.অাব্দুল মতিন

কিছু বিষন্ন পরিযায়ীর
পাখায় ফিসফিস করা সুখ,
শুশুকের মুখ থেকে বেড়িয়ে অাসা
টক্সিনের সাদা জল দেখি।
মানুষের মাংসের বারবিকিউ
খায় একদল মানুষ!
অার রক্তেঅাগুন জ্বালিয়ে
হেসে কুটিকুটি হয়!
মানবাধিকারের গান গায়!
এরা ভিনগ্রহের নয়; এটা নিশ্চিত।
এদের দেশ অাছে,সরকার অাছে;
ভোটাররূপী জনগণ অাছে।
এরা সংখ্যায় বড় নয়;
শক্তিতে বড়!
যাদের রক্তে অাগুন জ্বালায়
তাদের উত্তরসুরীরা লাল গালিচা
সাজায়।গার্ড অব ওনার দেয়!
এইগ্রহে কবিরা কবিতারচাষ
ভুলে যেতে চায়!
কী হবে লিখে বলো?
শতকোটি অন্ধমানুষের
ঘুম ভাঙ্গেনা অবিচারের অার্তনাদে?
দূর্যোগেও পুঁজি বাড়ে
বারবিকিউ পার্টির!
ঘুমাও। কামিনি,সাপিনি সুখে ঘুমাও।
অামার শুধু ঘুম অাসেনা!
কল্পনায় বঙ্গোপসাগরে পা রেখে
হিমালয়ে হেলান দিয়ে
শোষকের অাকাশ দেখি
ঘুমাবার চেষ্টায়।
অাহা ! ভোর অাসে,ভোর ;
অাসে কষ্টের গীতাঞ্জলি নিয়ে;
অামার নিস্ফলা কবিতার বুকে।

Exit mobile version