Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা-অন্ধফুলের গন্ধ

অন্ধফুলের গন্ধ
||মো.আব্দুল মতিন ||

অন্ধফুলের গন্ধে মাতোয়ারা
সৈকত। গ্রামের দিকে আসে
টর্ণেডোর পাখায় ভর করে।
শীতোষ্ণ আগুনমালা নিয়ে
চিৎকার করে নিযুত যৌবন!
ওজোনস্তর ভেদ করে;
রোদ্র পড়ে হাটে!
ব্যাগ ভরে নিয়ে যায় মানুষ!
তার পরও সামনে গভীর
অন্ধকার। দিশেহারা পথিক!
বসুন্ধরাকে অভিশাপ দেয়।
কবি হারিকেন নিয়ে বেরহোন ;
একটু আলো দেখাবেন বলে।
না,আলোকিত হয়না ;
কবি নিজে শুধু পথ দেখেন!
অন্ধ জনতার কার্বনশ্বাসে ;
নিভে যায় হারিকেনের আলো।
অন্ধফুলের গন্ধের;
আলোহীন যাত্রীদের পথে ;
কবি মিশে যান।
আলোর প্রার্থনার আওয়াজ বাড়ে ;
তীব্রতর হয় অন্ধফুলের গন্ধ ।

Exit mobile version