Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

একাত্তরের পরাজিত শক্তি এখনও জাতিকে মেধাশুন্য করার চক্রান্তে লিপ্ত- মুক্তাদীর আহমদ মুক্তা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, ১৯৭১ সালে যেভাবে বাঙ্গালী জাতিকে মেধা শুন্য করা হয়েছিল। ঠিক সেইভাবে একাত্তরের পরাজিত শক্তি এখনও বাংলাদেশকে মেধাশুন্য করার চক্রান্তে মেতে উঠেছে। একের পর এক মুক্তমণা প্রগতিশীল লেখক বুদ্ধিজীবিকে হত্যা করে দেশের মুক্তমনা লেখকদেরকে মত প্রকাশের স্বাধীনতাকে রোধ করার চক্রান্ত চলছে। তিনি সর্বস্তরের সংস্কৃতিক কর্মীকে ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সিলেটের মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাশ অত্যন্ত মেধাবী ও নির্ভিক কলম সৈনিক হিসেবে বিজ্ঞান নিয়ে লেখালেখি করে আসছে। তার মতো নিরপরাধ তরুণকে হত্যা করে হত্যাকারীরা দায় স্বীকার করে যে আস্ফালন দেখিয়েছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। তাই এদেরকে দ্রুত এদেশ থেকে নির্মূল করতে হবে। তিনি বুধবার বিকেলে বিজ্ঞান লেখক মুক্তমনা ব্লগার যুক্তির সম্পাদক অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে সর্বস্তরের সংস্কৃতিক কর্মীদের আয়োজনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাংস্কৃতিক কর্মী প্রনব কুমার বণিকের সভাপতিত্বে ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেবের পরিচালনায় জগন্নাথপুর পৌর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংস্কৃতিককর্মী জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রতিবাদসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কাউন্সিলর গিয়াস উদ্দিন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আলী আহমদ, স্টাফ রিপোর্টার আজিজুর রহমান আজিজ, সাংস্কৃতিক কর্মী, সাফরোজ ইসলাম, দ্বিপক কুমার দে, মুজিবুর রহমান মুজিব, সানী রায়, সুহানুর রহমান সুহেল,রাসেল আহমদ চৌধুরী , আকমল হোসেন, আজহারুল হক ভূঁইয়া শিশু, রুমেন আহমদ, আব্দুল মুকিত, তোফাজ্জল হক সুমন, আবু হেনা, জুনায়েদ আহমদ সজল, সজিব রায় দুর্জয়, জসিম উদ্দিন, ফজলু মিয়া,আতিকুর রহমান আতিক,লায়েক মিয়া প্রমুখ।

Exit mobile version