Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অনুস্বার কথন- মো.অাব্দুল মতিন

অনুস্বার কথন
মো.অাব্দুল মতিন

অনুস্বরার হেসে বলে

অামি তোমার অংশ,

যার সাথে থাকি

সে অামার বংশ।

কতদিন ভুলে অাছো

কভু মনে পড়ে?

বিসর্গ কাজের নয়

তবু থাকে ধারে!

চন্দ্রবিন্দু কী স্বার্থপর?

বিন্দু নিয়ে বাস

সম্মানে লাগে সে

নইলে সর্বনাশ।

Exit mobile version