Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অভিভাবকদের সচেতনতায় পারে সুশিক্ষিত জাতি গঠন করতে – বিজন কুমার দেব

স্টাফ রিপোর্টার – জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব বলেছেন,বর্তমান সরকার শিক্ষা কে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনা করছে। আর আমরা পেয়েছি একজন শিক্ষাবান্ধব সাংসদ। যিনি পরিকল্পনা মন্ত্রী হিসেবে জগন্নাথপুরের শিক্ষার অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখছেন। চেয়ারম্যান বিজন কুমার দেব আরো বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিক্ষার জন্য অভিভাবক ও মায়েদেরকে সচেতন হতে হবে।অভিভাবকদের সচেতনতাই পারে একটি সুশিক্ষিত জাতি গঠন করতে। তিনি বলেন বর্তমান সরকার পর্যায়ক্রমে সকল বিদ্যালয়কে জাতীয়করনের আওতায় আনছে এ বিদ্যালয়টিও জাতীয় করন হবে। আজ বিকেলে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা নুরবালা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুলতান মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হীরা মোহন দে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খানম,অভিভাবক জাকির মিয়া,সুবেদ আলী,আছাব মিয়া,আরব আলী প্রমুখ

Exit mobile version