Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী কাছে জগন্নাথপুরের শিক্ষকদের দাবি সংবলিত স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষকরা শুক্রবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও অষ্টম জাতীয় বেতন স্কেল বৈতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রী সভা কমিটির সদস্য এম এ মান্নানের কাছে চারদফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। শুক্রবার উপজেলা সদরে শিক্ষকদের পক্ষে উপজেলার প্রবীণ শিক্ষক ও শিক্ষক নেতা নিশী কান্ত রায়,সুদীপ ভট্রাচায্য,ধীরেন্দ্র তালুকদার,বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়,রমেন্দ্র কুমার গোপ,আতাহার উদ্দিন,গোপাল চন্দ্র দাস,আলমগীর হোসেন,গনেশ চক্রবতী স্বাক্ষরিত উপজেলার শিক্ষকদের পক্ষে স্মারকলিপিতে বেতন স্কেলের বৈষম্য দূর করে প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ১০ গ্রেডেবেতন প্রদানসহ শিক্ষকদের নামে গেজেট প্রকাশ করে প্রধানমন্ত্রীর ঘোষনার বাস্তবায়ন,সহকারি শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নিধারণ,১ম,২য় ও তৃতীয় টাইমস্কেলের প্রাপ্ত প্রধান শিক্ষকদের করেসপনডিং স্কেলে বেতন নিধারনের বিষয়ে অর্থ মন্ত্রনালয়ের সুপষ্ট নিদেশনা জারী। জরুরী ভিত্তিতে সহকারি শিক্ষকদের দ্রুত পদোন্নতি ব্যবস্থা করার দাবী জানানো হয়। মন্ত্রী এসময় শিক্ষকদের আশ্বস্থ করে বলেণ, শেখ হাসিনার সরকার শিক্ষকদের বিষয়ে আন্তরিকতার সহিত কাজ করছেন। পযায়ক্রমে শিক্ষকদের সকল দাবী দাওয়া বাস্তবায়িত হবে।

Exit mobile version