Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মোকদ্দমায় সুনামগঞ্জ পৌরসভায় অবৈধ দখলদারদের উচ্ছেদ এর দাবীতে সংবাদ সম্মেলন

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মোকদ্দমায় অবমুক্ত হওয়া সুনামগঞ্জ পৌরসভার সুলতানপুর মৌজার ১ একর ৬০ শতক ভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ এর দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার বেলা ২টায় শহরের দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূমির রেকর্ডীয় মালিকের উত্তরাধিকারী দিরাই উপজেলার শ্যামারচর নিবাসী সাবেক চরনারচর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন রায় চৌধুরী। তিনি বলেন, সুলতানপুর মৌজার ৯৯ খতিয়ানের ১১১ ও ১১২ নং দাগের সাকূল্যে ১ একর ৬০ শতক ভূমি প্রায় ২৩ জন ব্যাক্তি দীর্ঘদিন যাবত অবৈধভাবে জবর দখল করে আসছে। ঐ ভূমি দখলমুক্ত করতে আমার দায়ের করা বিভিন্ন মামলায় নি¤œ আদালত হতে উচ্চ আদালত পর্যন্ত রায় আমাদের পক্ষে হয়েছে। বিজ্ঞ আদালত জেলা প্রশাসনকে অবৈধ দখলদারদের কবল থেকে উদ্বারক্রমে ঐ জায়গা আমাকে সমজিয়ে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে জেলা প্রশাসন আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় আমি আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। অবৈধ দখলকারীগন হলেন, মোঃ আব্দুর রহিম, খোকা চৌহান, রহিমা বেগম, শ্রীমতি মিলন চন্দ,লক্ষীপদ ঋষি,জুয়েল চন্দ্র দাস,আমিনা বেগম,নুরজাহান বেগম,কামরাজ মন্ডল,হাবিবুর রহমান,রেজা মিয়া,ছানা মিয়া,হিরা মিয়া,আলী হায়দর,ছুরত মিয়া,নুরুজ্জামান,আব্দুল খালিক,বিজন সেন রায়,আঙ্গুর মিয়া ও আনসারুল হক বাবু প্রমুখ। তিনি অবিলম্বে তার পৈত্তিক সম্পত্তি দখলমুক্ত করে দেয়ার দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন মোল্লাপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম,সাবেক কমিশনার সামরান আলীর পুত্র ব্যবসায়ী শাকিল আহমেদ ও পুলক হাসান প্রমুখ। তারা বলেন,একদিন বা দুদিন নয় দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মামলা মোকদ্দমার ধারাবাহিকতায় আদালত হতে চুড়ান্ত ফায়সালা হওয়ার পরও রেকর্ডীয় ভূমি ফিরে না পাওয়ায় তিনি ও তার পরিবারবর্গ একেবারে নি:শেষ হয়ে গেছেন। জীবদ্মশায় পিতৃসম্পত্তি উদ্ধার করতে না পারলে তার অপুরনীয় ক্ষতি কোনভাবেই পূরন হবেনা।

Exit mobile version