অশ্লীলতা শয়তানের কাজ। মানুষের ওপর শয়তানের প্রথম আক্রমণ ছিল কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া, যার বিবরণ সুরা আরাফে পাওয়া যায়। মহান আল্লাহ তাঁর বান্দাদের অশ্লীলতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ ইনসাফ, ইহসান ও আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজ ও সীমা লঙ্ঘন করতে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন, যেন তোমরা শিক্ষা গ্রহণ করো।’ (সুরা : নাহল, আয়াত : ৯০)
উল্লিখিত আয়াতে মহান আল্লাহ তাঁর বান্দাদের অশ্লীলতা, অসৎ কাজ ও সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন।
কারণ অশ্লীলতা মানুষকে কঠিন শাস্তির সম্মুখীন করবে। যারা অশ্লীলতায় লিপ্ত হবে তারা যেমন অপরাধী, যারা অশ্লীলতা প্রচার করবে, সমর্থন করবে এবং তার প্রচারকে পছন্দ করবে তারাও অপরাধী। ফলে প্রত্যেকের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জানো না।’ (সুরা : নুর, আয়াত : ১৯)
অশ্লীলতার প্রসার কামনা করা, তাতে সহযোগিতা করা মুমিনের পাপের পরম্পরার পথ খুলে দেয়। কারণ তার প্রচারের ফলে যত লোক অশ্লীলতায় লিপ্ত হয়ে গুনাহ করবে, প্রত্যেকের সমপরিমাণ গুনাহ প্রচারকারীর আমলনামায়ও লেখা হবে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, জারির বিন আবদুল্লাহ বিন জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থার প্রচলন করল এবং লোকে তদনুযায়ী কাজ করল, তার জন্য তার নিজের পুরস্কার রয়েছে, উপরন্তু যারা তদনুযায়ী কাজ করেছে তাদের সমপরিমাণ পুরস্কারও সে পাবে, এতে তাদের পুরস্কার মোটেও হ্রাস পাবে না। আর যে ব্যক্তি কোনো মন্দ প্রথার প্রচলন করল এবং লোকেরা তদনুযায়ী কাজ করল, তার জন্য তার নিজের পাপ তো আছেই, উপরন্তু যারা তদনুযায়ী কাজ করেছে, তাদের সমপরিমাণ পাপও সে পাবে, এতে তাদের পাপ থেকে মোটেও হ্রাস পাবে না। (ইবনে মাজাহ, হাদিস : ২০৩)
তাই আমাদের উচিত, অশ্লীলতা নিজেকে বহু দূরে সরিয়ে রাখা। মহান আল্লাহ তাওফিক দান করুন।
সৌজন্যে কালের কণ্ঠ