1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে দিল ছেলে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন

অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে দিল ছেলে

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছেলেদের অপেক্ষায় মহাসড়কের পাশে অনাহারে দিন কাটাচ্ছেন সত্তরোর্ধ্ব পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) বৃদ্ধ। পথচারীদের মুখের দিকে তাকিয়ে দু’চোখে ঝড়াচ্ছেন পানি। আশা ছাড়েননি তিনি। কেউ জানতে চাইলে বলেন, ‘আমার ছেলেরা এসে আমাকে নিয়ে যাবে। আমাকে এখানে বসে থাকতে বলেছে, তারা আসবে।’

অক্টোবর ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর স্টেশন এলাকায় বসে আছেন সাদা চুল-দাড়ির এই বৃদ্ধ। পাশে একটা ভাঙা হুইল চেয়ার। বেশ কয়েক দিন অযত্নে-অবহেলায় পাগলের রূপ নিয়েছে তার। পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় বাম হাত ও পা তেমন নড়াচড়া করতে পারেন না তিনি। একই স্থানে মল-মূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছেন এই বৃদ্ধ।

দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেলেও খোঁজ নিতে আসেনি তার সন্তানরা। স্থানীয়দের মধ্যে বেশিরভাগেই এক নজর দেখে বাড়তি ঝামেলা মনে করে এড়িয়ে যায়। আবার কারো মন কাঁদলেও আইনি জটিলতার ভয়ে এগিয়ে আসে না।
দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের রাইহানা ইসলাম রুনা জানান, ‘গত ২৯ সেপ্টেম্বর আমার বাবা মারা গেছেন। ৮ অক্টোবর সকালে আমি মহাসড়কের গোবিন্দপুর স্টেশনে নেমে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য অটোরিকশায় উঠার সময় এই বৃদ্ধ লোকটিকে দেখি। তাকে দেখার পর আমার বাবার কথা মনে পড়ে। তার সাথে কথা বলে জানতে পারি, ৫ অক্টোবর রাতে তার ছেলেরা হাসপাতাল থেকে বাড়ি নেয়ার কথা বলে হুইল চেয়ারে বসিয়ে এখানে ফেলে যায়। তার সেবার জন্য আমি চান্দিনা থানায়, উপজেলা সমাজ সেবা কার্যালয়ে গিয়ে যোগাযোগ করি। কিন্তু আমার কথা কেউ কানে নেয় না। এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে দৌঁড়-ঝাঁপ করেও কোনো কূল কিনারা করতে না পেরে সাংবাদিকদের বিষয়টি জানাই।’

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে অস্পষ্ট কথায় বৃদ্ধ বলেন, ‘আমি দীর্ঘ দিন অসুস্থ। আমাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে রাতে গাড়ি থেকে নামিয়ে এখানে রেখে যায় আমার ছেলে হারুনসহ আরো দুজন।’

তিনি জানান, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুরের নয়নপুর গ্রামের বাসিন্দা তিনি। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে হারুন, মেঝ ছেলে মঈন, ছোট ছেলে জসিম উদ্দিন- সবাই চাকরি করেন।

স্থানীয়রা জানিয়েছে, খবর পেয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল গোবিন্দপুর স্টেশনে গিয়ে ওই বৃদ্ধেকে উদ্ধার করে নিজের গাড়ি বসিয়ে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের রেজিস্ট্রারে অভিভাবকের স্থানে নিজের নাম লেখান ইউএনও।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, ‘ইউএনও স্যার রাতে ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে আমরা চিকিৎসা ও সেবা চালিয়ে যাচ্ছি। ওই বৃদ্ধের বাম হাত ও বাম পা পক্ষাঘাতগ্রস্ত। বেশ কয়েক দিন অযত্ন-অবহেলায় থাকায় এবং বার্ধক্যজনিত কারণে কিছুটা মানসিক অস্থিরতা রয়েছে তার। আরো কোনো সমস্যা আছে কি-না তা পর্যবেক্ষণ করছি।’

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, ‘অমানবিক এ ঘটনাটি আমি শুনিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। মহাসড়কের গোবিন্দপুর স্টেশনের আশরা রাস্তার মাথা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি। ঘটনাটি অত্যন্ত অমানবিক। তার নাম ও ঠিকানা যাচাই-বাছাই করে পরিবারের লোকজনদের খুঁজে বের করার চেষ্টা করছি। এছাড়া ঘটনাটি আগে জানলে আরো ভালো হতো, তাহলে এভাবে লোকটিকে রাস্তায় পড়ে থাকতে হতো না।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com