Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আইভী-শামীম সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::
হকার উচ্ছেদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মেয়র আইভীসহ অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। বিকালে নগরীর চাষাড়া এলাকায় হকার উচ্ছেদের সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের ঘোষণা দেয়ার পর এমপি শামীম ওসমান আজ বিকাল সাড়ে চারটা থেকে চাষাড়ায় হকার বসানোর ঘোষণা দেন। বিকালে নগর ভবন থেকে হেঁটে আইভী চাষাড়া এলে সেখানে আগে থেকে অবস্থানে থাকা শামীম ওসমানের কর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
প্রায় এক ঘণ্টা চলে এ অবস্থা। এসময় মেয়র আইভী নেতাকর্মীদের নিয়ে রাস্তায়ই অবস্থান করেন। ইটপাটকেলে নেতাকর্মী ও সংবাদ মাধ্যমের কর্মীরা আহত হন।
পরে আইভী সাংবাদিকদের বলেন, তাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। শামীম ওসমানের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছুড়েছে পুলিশের সামনেই। পুলিশ নিরব ভুমিকা পালন করেছে। তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করেন।
সুত্র-মানবজমিন

Exit mobile version