Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আওয়ামীলীগ পাগলা আবু দা জীবনের শেষ প্রান্তে শেখ হাসিনার সঙ্গে কথা বলার আক্ষেপ

রাজন চন্দ::

আওয়ামীলীগ পাগলা আবু দা জীবনের শেষ প্রান্তে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের বিপুল জনমত নিয়ে সভাপতি নির্বাাচিত হয়েছেন। আবু দা,র বাবা মায়ের আদরের দেয়া নাম দ্বিজেন্দ্র রায়। বয়স ৭০ এর কাছাকাছি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রায়পাড়া গ্রামের মৃত যোগেন্দ্র রায়ের পুত্র দ্বিজেন্দ্র রায়। জীবন চলার পথে কোন সঙ্গী আজও তিনি গ্রহন করেননি। অর্থাৎ তিনি বিয়ের পিড়িতে আজো বসেন নি। পেশায় ছোটখাট মেকানিক্স তাও আবার বাজারে কোন ঘর ভাড়া নিয়ে নয়। অর্থাৎ বাজারের যে কোন খোলা জায়গায় যন্ত্রপাতিটি থাকলেই হল। নাম দ্বিজেন্দ্র রায় হলেও এলাকার ছোট-বড় সবাই আবু দা বলেই ডাকে এবং আবু- দা হিসেবেই সকলের নিকট পরিচিত। মানুষ হিসেবে আবু-দা সহজ সরল হলেও রাজনীতিতে তিনি একটুও সহজ-সরল নন। আওয়ামীলীগের বিরুদ্ধে কেউ কথা বললেই যেন মাথায় রক্ত উঠার উপক্রম। তৃনমুল নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনেও যে যাই বলুক না কেন নৌকার প্রচারনায় সে গ্রামে গ্রামে ঘুরবেই। খোজ নিয়ে জানা যায়, ১৯৯৪ সালে তাহিরপুরের এক জনসভায় বেগম খালেদা জিয়া প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। সেই জনসভায় বেগম খালেদা জিয়াকে এক পলক দেখার জন দলমত নির্বিশেষে অনেকে গেলেও আবু দা সেদিন তার বসত ঘর থেকে বের হননি। সারা জীবন আওয়ামীলীগের রাজনীতি করলেও আবু দা কোন আওয়ামী সংগঠনের দায়িত্ব পাননি। কিন্তু জীবনের শেষ প্রান্তে গত রবিবার তাহিরপুর সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আবু দা সভাপতি প্রার্থী হলে বিপুল জনমত নিয়ে আবু-দা সভাপতি নির্বাচিত হয়েছেন।

তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ আবুল হোসেন খাঁন বলেন, আবু-দা আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী। আমার জীবনে আবু দা,কে আওয়ামীলীগের প্রায় প্রতিটি প্রোগ্রামে উপস্থিত দেখেছি। খুব ভাল লেগেছে যে সে শেষ পর্যন্ত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছে।

তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আবু দা,কে অভিনন্দন জানিয়ে বলেন,বিগত চার দলীয় জোট সরকারের আমলে প্রতিটি আন্দোলন সংগ্রামে আবু দা আমার সঙ্গে ছিল। আমি মনে করি উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শেষ পর্যন্ত তাকে মুল্যায়ন করেছে।

এ বিষয়ে আবু দা র সঙ্গে কথা হলে তিনি জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে জীবনের শুরু থেকে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি, দলের সঙ্গে কোনদিন বেঈমানি করি নি মৃত্যুর আগ পর্যন্ত করবও না। তবে আমার জীবনের শেষ ইচ্ছা আমি যেন মরার আগে জননেত্রী শেখ হাসিনার সাথে একটু কথা বলে যেতে পারি।

Exit mobile version