Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ অক্টোবর সংবর্ধনা দিবে আওয়ামীলীগ্

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ ‍পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। দেশে ফেরার দিন ৩ অক্টোবর দলীয় সভাপতিকে বিমানবন্দরে এ গণসংবর্ধনা দেওয়া হবে বলে মঙ্গলবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ওই দিন শাহজালাল বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত জনগণ রাস্তায় দুপাশে দাঁড়িয়ে সংবর্ধনা দেবে বলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টায় ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেন, ফজিলাতুন্নেসা ইন্দিরা, ফরিদুন্নাহার লাইলি, অসীম কুমার উকিল প্রমুখ অংশ নেন। বৈঠকে মাহাবুবউল আলম হানিফকে অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠান উপলক্ষে বুধবার সকাল ১১টায় সহযোগী সংগঠনের সঙ্গে আওয়ামী লীগ যৌথসভা করবে। ওই দিন বিকাল ৩টায় বর্ধিত সভা করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং ১ অক্টোবর ঢাকার আশপাশের জেলার নেতাদের সঙ্গে আরেকটি যৌথসভা করবে দলটি।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার জাতিসংঘের পরিবেশ বিষয়ক পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও তার আগের দিন শনিবার ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) পুরস্কার গ্রহণ করেন।
এদিকে ‘জঙ্গি হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসছে না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, এটা অজুহাত। আমাদের এখানে অতীতে ক্রীড়াঙ্গনে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী গত কয়েক বছর কঠোর হাতে জঙ্গি দমন করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। এ সময় গুলশানে সন্ত্রাসী হামলায় ইতালির নাগরিক নিহতের ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। সূত্র : বি.ট্রিবিউন

Exit mobile version