1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

আগুনে এক ব্যবসায়ীর ৭ কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার দাবি

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত কোটি টাকার মালমাল পুড়ে গেছে বলে দাবি করেছেন লিমন হোসেন নামের একজন ব্যবসায়ী। গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় এই ক্ষতির কথা জানান তিনি।

লিমন হোসেন বলেন, গত বুধবার চীন থেকে জুতা, ব্যাগ, গার্মেন্টস পণ্য আমদানি করা হয়। আগামীকাল ব্যাংকের কাজ শেষ করে মালামাল বের করার কথা ছিল। কিন্তু তার আগে আজ আগুনে সব পুড়ে গেছে। এয়ারপোর্টের ভেতর থেকে আমাদের সোর্স নিশ্চিত করেছে। আমার সব শেষ হয়ে গেল।

তিনি আরও বলেন, আমার কাছ থেকে দেশের বিভিন্ন জেলার ডিলারেরা মালামাল পাইকারি কিনতেন। আমাদের ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেলো। এই ক্ষতি কমাতে সরকারের সহযোগিতা চাই।

বর্তমানে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com