Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আজ রাতের আকাশে উল্কাবৃষ্টি দেখা যেতে পারে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রায় প্রতি বছরই ঠিক এই সময় রাতের আকাশে ‘কোয়াড্রানটিড’ উল্কাবৃষ্টি দেখা যায়। এ বারেও কিন্তু নিরাশ হবেন না। ৩ জানুয়ারি মধ্য রাত থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা এই উল্কাবৃষ্টি স্থায়ী থাকবে। তবে, কলকাতার আকাশে এই শুভক্ষণ দেখার সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব আকাশের দিকে নজর রাখলেই চোখে পডবে।

বুটস নক্ষত্রপুঞ্জ থেকে ধেয়ে আসবে। তবে, বিজ্ঞানীরা জানাচ্ছেন, সবচেয়ে ভাল ভাবে উল্কাবৃষ্টির দেখা মিলবে উত্তর আমেরিকার বেশ কিছু জায়গায়। মিসিসিপি নদীর পশ্চিমে আরও স্পষ্ট ভাবে দেখা যাবে। ‘কোয়াড্রানটিড’ উল্কাবৃষ্টি সাধারণত বুটস নক্ষত্রপুঞ্জ থেকে ধেয়ে আসে। ঘণ্টায় ১২০টি উল্কা ঝরে পডবে আকাশ থেকে। বায়নোকুলার বা টেলিস্কোপের দরকার নেই, রাতের আকাশে খালি চোখেই দেখা যাবে এই উল্কাবৃষ্টি। প্রথম ‘কোয়াড্রানটিড’ উল্কা বৃষ্টির দেখা মিলেছিল ১৮২০ থেকে ১৮৩০ সালের মধ্যে।

Exit mobile version