1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ রমজানে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাসাস উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ শুক্রবার থেকে শুরু টানা ৯ দিনের ঈদের ছুটি তিন হাজার নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে কড়া বার্তা লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ পবিত্র শবেকদর আজ জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংর্ঘষে আহত ২০ জগন্নাথপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত জগন্নাথপুরে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির ১১তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাদিসের আলোকে শবে কদর চেনার উপায়

আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ রমজানে

  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

রমজানের বাঁকা চাঁদের হাসি মুমিনের হৃদয়ে আনন্দের ঢেউ তুলেছে। রজব থেকেই এই রমজানের প্রস্তুতি। তারাবিহ, সাহরি ও ইফতারের আনন্দ একমাত্র রোজাদারই উপভোগ করেন। ইফতারির আয়োজনে হরেক রকমের সুস্বাদু খাবার, কমতি নেই কোনো কিছুরই।

তবু ইফতারের টেবিল শূন্য লাগছে অনেকেরই। কীসের যেন অভাব। 

হ্যাঁ, আসলেই অভাব, গত বছর বাবা পাশে বসে ইফতারি করেছিল। টেবিলে হইহুল্লোড় ছিল।

তবে বাবা নামক মানুষটি এবারের ইফতারের আয়োজনে নেই। দূর বাঁশবাগানের নিচে বা কলা গাছতলায় কিংবা এলাকার কবরস্থানে মাটির নিচে শুয়ে আছেন গত বছর ইফতারে থাকা প্রিয় বাবা। 

সাহরিতে নিত্যদিনের মতো আজও জেগেছে। মসজিদে সাহরির জন্য ডেকে তুলছে।

মোবাইল ফোনে অ্যালার্ম বাজছে। টেবিলে সাজানো সাহরির খাবার। তবে একজনের কণ্ঠ শোনা যাচ্ছে না। কাউকে ডেকেও তুলছে না। সাহরিতে মায়ের ডাকের অ্যালার্মটি এ বছর বাজে না।
মা ভক্ত সন্তানটির চোখে অশ্রু, অঝোর ধারায় ডুকরে ডুকরে কাঁদছে 

ইফতার ও সাহরির খাবারে সেই অশ্রুর পানি। এই রমজানে বাবা-মা হারিয়ে একাকী সাহরি ও ইফতার করছে কতজন। একটু ভাবুন, আগামী রমজানে কে যেন বিদায় হয়ে যায়। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, পরিচিত অনেকেই গত রমজানে মসজিদে ইফতার ও তারাবিহতে দেখা হতো। এই রমজানে মসজিদে নেই। নামাজ শেষে গল্প করার মানুষটিকে হারিয়ে ফেলেছি।

হতে পারে এ বছরই আমার জীবনের শেষ রমজান। তাই দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করি। নিজের জন্য, পিতা-মাতা, আত্মীয়স্বজন, প্রতিবেশী এককথায় সবার জন্য, কেননা এই রমজানে সাহরির সময়ে ও ইফতারির পূর্ব সময়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না : ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। ’ সুনানে ইবনে মাজাহ।

চলে যেতে হবে কোনো একদিন পরপারে। রেখে যেতে হবে মাথার ঘাম পায়ে ফেলা অর্জিত সমুদয়  সম্পদ। এসেছি শূন্য হাতে যাবও আবার শূন্য হতে। সুন্দর এই দেহ খাবে পোকে, সাজানো এই সম্পদ খাবে লোকে। তাই রমজানে রোজার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে।

রোজা না খেয়ে উপোস থাকাকে বলে না। সব অন্যায় অপরাধ থেকে বিরত থাকাই রোজা। কেননা রোজার অর্থ বিরত থাকা। শরীরের অঙ্গপ্রত্যঙ্গের রোজা রয়েছে, রোজা রেখে মুখের ভাষা খারাপ করে, গিবত, চোখলখোরি, মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। দৃষ্টিকে অবনত রাখতে হবে।

হাত-পাসহ সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার নাম রোজা। রোজা রেখেছি অন্যকেও ঠকাচ্ছি আবার রোজা রেখে মিথ্যা বলে হারাম উপর্জন করে সেই উপার্জিত টাকা দিয়ে ইফতারের বাহারি আয়োজন করেছি। পেটপুরে আনন্দ উল্লাস করে খেয়েছি এই ধরনের কাজে কতটুকু রোজা শুদ্ধ হবে, তা ভাবার বিষয়। অবশ্যই হারাম উপার্জন করে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুসারে কাজ করা আর মূর্খতা পরিহার করল না, আল্লাহর তার পানাহার বর্জনের কোনো প্রয়োজন নেই। ’ বুখারি শরিফ।

রমজানের রোজার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ করার সুবর্ণ সুযোগ রয়েছে। রোজা অন্তর থেকে ময়লা আবর্জনা দূরীভূত করে। ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা তৈরি করে। আত্মীয় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করে।

একজন রোজাদার রোজা রেখে অন্তরে অহংকার, হিংসা, রিয়া অন্তরে লালন করতে পারে না। তাই আসুন, রমজানে নিজেকে পরিবর্তন করি। ঝগড়াবিবাদ থেকে বেঁচে থাকা, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ ও অতিরিক্ত নফল আদায়, জিকির তাসবিহ, মিলাদ-দরুদ পাঠসহ রমজানজুড়ে নিজেকে আমলে ব্যস্ত রাখতে পারলেই আত্মা পরিশুদ্ধ হয়ে একজন মুত্তাকি হওয়া খুবই সহজ।

আল্লাহতায়ালা বলেন, হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকি হতে পার। সুরা বাকারা, আয়াত : ১৮৩।
সৌজন্যে বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com