Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আদিম মানুষের নতুন প্রজাতি আবিস্কার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বিজ্ঞানীরা বলছেন তারা পয়ত্রিশ হাজার বছর আগের একদল আদিম মানুষের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন।
ইথিওপিয়ার আফার অঞ্চলে আন্তর্জাতিক গবেষকদের একটি দল আদিম সেই মানুষের চোয়ালের একটি হাড় এবং দাঁত খুঁজে পেয়েছে। তারা বলছেন যে হাড় ও দাঁতের খোঁজ তারা পেয়েছেন এমনটা তারা আগে কখনও দেখেননি।
মানুষের সবচাইতে পরিচিত পূর্বপুরুষ বলে খ্যাত লুসি যখন বেঁচেছিল সেই একই সময়ে একই এলাকাতেই আদিম মানবের আলাদা এই প্রজাতিটিরও অস্তিত্ব ছিল।
নতুন এই আবিষ্কারের ফলে এটা স্পষ্ট যে আধুনিক মানুষের প্রাচীন বংশলতিকা যতটা মনে করা হয়েছিল তার চাইতে অনেক বেশী জটিল। বিবিসি বাংলা

Exit mobile version