Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রেণিকক্ষে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা, আটক ৩

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের এক কর্মীকে শ্রেণিকক্ষের ভিতরে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ আহমদ লিটু (২৩)। লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে।

সোমবার দুপুরে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রেণিকক্ষে মধ্যে তাকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংঘর্ষে আহতদের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকালে কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি ঠাণ্ডা হওয়ার পর নিহত লিটুসহ ছাত্রলীগের একটি পক্ষ ঐ কক্ষে বসেছিল। হঠাৎ গুলির শব্দ শুনে শেণীকক্ষে পুলিশ ছুটে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে। নিহত লিটু স্থানীয় মোবাইল দোকানদার বলে জানান তিনি। গুলিটি খালেদ আহমদ লিটুর মাথায় লেগেছে।

তিনি আরো বলেন, ওই কক্ষে অবস্থানরত অবস্থায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী জানান, খালেদ আহমদ লিটু ছাত্রলীগের কর্মী। কিছু বহিরাগতরা তাকে কলেজে হত্যা করেছে।

Exit mobile version