Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক শামস শামীম

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম:: আন্তর্জাতিক সীমান্ত নদী ও হাওরের কৃষিপ্রাণবৈচিত্র নিয়ে বিভিন্ন সময়ে গবেষণাধর্মী সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জের দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির সাংবাদিক শামস শামীম আগামী ১৩ সেপ্টেম্বর নেপালে একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। ‘ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ ফর মিডিয়া অন ট্রান্স বাউন্ডারি ওয়াটার রিপোর্টিং’ বিষয়ক এই কর্মশালায় বাংলাদেশ থেকে ৬জন এবং ভারত থেকে আরো ১২জন সাংবাদিক অংশ নিবেন। ১৩-১৭ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমা-ুর হোটেল হিমালয়ায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে। গবেষণা প্রতিষ্ঠান আইইউসিএন’র ‘ইকোসিস্টেম ফর লাইফ: এ বাংলাদেশ-ইনডিয়া ইনেশিয়েটিভ’ প্রকল্প বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করেছে। উল্লেখ্য সাংবাদিক শামস শামীম ২০১০ সালে ভারত বাংলাদেশের সংহতি সংসদ সংগঠনের হয়ে উত্তর-পূর্ব ভারতের বরাক উপত্যকা ভ্রমণ করেন। সেখানে ১৫দিন অবস্থান করে তিনি পরবর্তীতে জাতীয় ও স্থানীয় দৈনিকে একাধিক প্রতিবেদন তৈরি করেন। ভারত-বাংলাদেশের বিস্তুৃত জলসীমানা ও যৌথ সম্পদ বিষয়ে দুই দেশের সাংবাদিকদের এই কর্মশালায় গাইডলাইন প্রদান করা হবে। সীমান্ত নদী-জলাশয় সম্পদ বিষয়ে জ্ঞান, পদ্দতি ও চিন্তা ভাবনার সীমাবদ্ধতা অতিক্রম করে সাংবাদিকরা পরবর্তীতে এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করবেন। আগামী ১৮ পেস্টেম্বর দেশে ফিরবেন শামীম।

Exit mobile version