Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আবারও কনজারভেটিভ

যুক্তরাজ্য প্রতিনিধি:: যুক্তরাজ্যের ৫৬তম জাতীয় নির্বাচনের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছে কনজারভেটিভ পাটি। বুথ ফেরত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠ আসেনে বিজয়ী হওয়ার যে ইঙ্গিত পাওয়া গেছে, তা এখন ফলতে শুরু করেছে। ৬৫০ আসনের মধ্যে সর্ব শেষ ৬০৫টির প্রাপ্ত ফলাফলে কনজারভেটিভ পাটি ২৯৯টি আসন ও লেবার পার্টি ২১৯ আসনে জয় পেয়েছে। অবশ্য প্রথম দিকে ৪০০টি ঘোষিত আসনে লেবার পার্টি এগিয়ে ছিল। বুথ ফেরত জরিপে বলা হয়, কনজারভেটিভ পার্টি ৩১৬ আসনে এবং ২৩৯ আসনে লেবার পার্টি জয়ী হতে পারে।
এছাড়া এই জরিপের সবচেয়ে বিস্ময়কর তথ্য হিসেবে উঠে এসেছে স্কটিশ ন্যাশনাল পার্টি বা এসএনপি ফল। বলা হয়েছে, স্কটল্যান্ডের ৫৯টি আসনের মধ্যে ৫৮টি আসনেই বিজয়ী হবে এসএনপি। ওই জরিপকে সত্য প্রামাণ করে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৬ আসনে জয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এদিকে লিবারেল ডেমোক্রেটি পার্টি (লিব ডেম) ৭ আসনে জয় পেয়েছে। ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি (ইউকিপ) পেয়েছে ১ আসন। এছাড়া অন্যান্য দল পেয়েছে ২৩ আসনে জয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়ালস ও নর্থ আয়ারল্যান্ডের ৫০ হাজার ভোটকেন্দ্রে একযোগে শুরু হয়ে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। গ্রেট ব্রিটেনের পাঁচ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ৭৫ শতাংশ এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
অপরদিকে এই নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন রুশনারা আলী। এছাড়া প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন- বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক ও রূপা হক।

Exit mobile version