1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
আমরা সহযোগিতায় বিশ্বাসী তবে হাত পেতে সাহায্য নিতে চাইনা- এম এ মান্নান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

আমরা সহযোগিতায় বিশ্বাসী তবে হাত পেতে সাহায্য নিতে চাইনা- এম এ মান্নান

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ৫৭৯ Time View

সিলেট প্রতিনিধি:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রি এম এ মান্নান এমপি বলেছেন, আমরা সহযোগিতায় বিশ্বাসী তবে হাত পেতে সাহায্য নিতে চাইনা। হাত পাতার চাপ্টার ক্লোজড। বর্তমান সরকার বিশ্বের যে কোন দেশের সাথে সহযোগিতামুলক উন্নয়নে বিশ্বাসী। কানেকটিং ক্লাসরুম প্রোগ্রাম একটি ভাল উদ্যোগ। এ উদ্যোগে আমার ও সরকারের প্রয়োজনীয় সব সহযোগিতা থাকবে।

তিনি শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে বৃটিশ প্রতিনিধিদলের সাথে একান্ত মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।

কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সদ্য প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আলী আহমদের নেতৃত্বে বৃটিশ শিক্ষক ও ব্যবসায়ীদের এই প্রতিনিধি দল শনিবার সকালে সিলেট এসে পৌঁছে।
ঐতিহ্যগত আতিথেয়তা আর হৃদিক ভালবাসায় বৃটিশ অতিথিদের অভ্যর্থনা জানান সিলেটবাসী। কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সদ্য প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র আলী আহমদের নেতৃত্বে আগত অতিথিরা সিলেটের মানুষের ভালবাসা ও আন্তরিকতায় বিমুগ্ধ, অভিভুত।

শনিবার সকাল সাড়ে ১০ টায় সিলেট ওসমানী বিমান বন্দরে অতিথিদল পৌঁছলে ভিআইপি লাউঞ্জে তাদেরকে স্বাগত জানান ওয়েলস সিলেট পার্টনারশীপ প্রজেক্টের সিলেট কো অর্ডিনেটর সাংবাদিক কবীর আহমদ সোহেল। পরে ভিআইপি লাউঞ্জের আউটার গ্রাউন্ডে পার্টনারশীভুক্ত ৯ টি স্কুলের শিক্ষক প্রতিনিধিদল ফুলের তোড়া দিয়ে ওয়েলস্ পার্টনার স্কুলের শিক্ষকদের বরন করে নেন । সমবেত শিক্ষকদের অভ্যর্থনার জবাবে কাউন্সিলর আলী আহমদ বলেন, আপনাদের আন্তরিক আতিথেয়তায় আমি, বৃটিশ শিক্ষক এবং আমার সাথে আগত সবাই মুগ্ধ। সিলেটের শিক্ষার উন্নয়নে আমার সাধ্যমত সব করে যাব ইনশাল্লাহ।

প্রতিনিধি দলে বৃটিশ শিক্ষকরা হচ্ছেন, বিশপ হেডলি হাই স্কুলের রেবেকা মোর, রিস ইভানস্, কেন্টনিয়ান হাই স্কুলের সারাহ জেন ম্যাপলস্, ক্যারাডগ প্রাইমারী স্কুলের সারাহ কনলি, কেরিন টাক, কাওয়ামাম্যান প্রাইমারী স্কুলের লিজ ম্যাকাফি, ডোলাউ প্রাইমারী স্কুলের নিয়া পাগ, কেইট অবমি, গার্থ অলগ্ প্রাইমারী স্কুলের লির মেরেিেডথ, পেনিরেগ্লিন প্রাইমারী স্কুলের পাওলা জোনস্ ও পন্টিগেইথ প্রাইমারী স্কুলের ক্লেয়ার ডেভিস। প্রতিনিধিদলে বৃটিশ বাংলাদেশীদেও মধ্যে রয়েছেন ইউরো ফুড ইউকেষ্ফর চেয়ারম্যান সেলিম হোসেইন, চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চেšধুরী জেপি, যুবরাজ গ্রুপের সিইও আনা মিয়া, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর চেয়ারম্যান আব্দুল মজিদ, সিলেট মিলিনিয়াম এর স্বত্বাধিকারী হোসেইন আহমদ, কার্ডিফের বিশিষ্ট ব্যবসায়ী আহাদ চৌধুরী , এম্পায়ার গ্রুপের পরিচালক মোহাম্মদ মুজিব, যুবরাজ গ্রুপের পরিচালক দিলাওয়ার মিয়া চেরী, এসেক্স কাউন্সিলের নিজাম উদ্দিন, বোম্বাই রেস্টুরেন্ট এর পরিচালক মানিক মিয়া ,পানসি রেস্টুরেন্ট সারে এর পরিচালক শোয়েব কামালী।
প্রতিনিধিদল দুপুরে দক্ষিণ সুরমার ইকরা প্রতিবন্ধী হাসাপাতাল পরিদর্শন করেন।

আজ রোববার সিলেটের গোয়ালাবাজার উদয়ন কিন্ডার গার্টেন , বালাগঞ্জের বোয়ালজুর উচ্চ বিদ্যালয় এবং জগন্নাথপুরের শাহার পাড়া প্রাইমারী স্কুল প্রদত্ত সংবর্ধনায় যোগ দেবে প্রতিনিধিদল। কানেকটিং ক্লাসরুম প্রোগ্রামের অংশ হিসেবে সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জের ৯টি প্রতিষ্ঠান এ বছর পার্টনারশীপ ভুক্ত হয়। পার্টনারশীপভুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিলেটের দক্ষিণসুরমার মোল্লারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, বদিকোনা মোল্লারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণসুরমার দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওসমানীনগরের উদয়ন কিন্ডার গার্টেন, বালাগঞ্জের বোয়ালজুর উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুরের শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফেঞ্চুগঞ্জের মাহমুদুস সামাদ ফারজানা চৌধুরী স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথের বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজারের শাহবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com