Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘আমার উম্মতের পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে শঙ্কিত’

জাকারিয়া হারুন : উম্মাতের পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে শঙ্কিত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর বর্তমানে আমরা তাই দেখছি। বর্তমান মুসলিম বিশ্বের নেতারাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তাদের মাঝে নেই ঐক্য। ভ্রাতৃঘাতী যুদ্ধে লিপ্ত। নিজেদের ক্ষমতাই তাদের কাছে মূখ্য। আর অন্য মুসলমানের রক্ত তাদের কাছে গৌণ। আর আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১৪’শ বছর পূর্বেই এ ভবিষ্যদ্বাণী করে গেছেন।

হযরত সাওবান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ (অথবা) আমার রব পৃথিবীকে আমার জন্য সংকুচিত করে দিয়েছেন। এবং আমাকে পৃথিবীর পূর্ব ও পশ্চিম সীমানা দেখানো হয়েছে। আর যতটুকু আমার জন্য সংকুচিত করা হয়েছে, ততটুকুতে অচিরেই আমার উম্মতের রাজত্ব বিস্তার লাভ করবে। আমাকে লাল ও সাদা (স্বর্ণ ও রূপার) দু’টি ধনভান্ডার দেয়া হয়েছে। আর আমি আমার মহান প্রতিপালকের নিকট আমার উম্মাতের জন্য এই কথার আবেদন করেছি যে, তিনি তাদের সবাইকে যেন দুর্ভিক্ষে ধ্বংস না করেন এবং তাদের নিজেদের ব্যতীত কোন শত্রু যেন তাদের উপর কর্তৃত্ব করতে না পারে যাতে তাদের ধ্বংস করে দিবে।

নিশ্চয়ই আমার রব আমাকে বলেছেন, হে মুহাম্মাদ! আমি যা ফায়সালা করি, তা বাতিল হয় না। তবে আমি তাদের সবাইকে একসঙ্গে দুর্ভিক্ষে ধ্বংস করবো না এবং তাদের নিজেদের ছাড়া দিগি¦দিক হতে আগত তাদের সমূলে বিনাশকারী বিধর্মী শত্রুকে তাদের উপর কর্তৃত্ব করতে দিবো না। তবে তাদের নিজেরাই কতক ধ্বংস করবে এবং কতক অপরাধে বন্দী করবে। আর আমি আমার উম্মাতের পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে শঙ্কিত। আমার উম্মাত যখন পরস্পর যুদ্ধে লিপ্ত হবে, তখন কিয়ামাত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা বিরত হবে না। আর আমার উম্মাতের কিছু সংখ্যক মুশরিকদের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এবং আমার উম্মাতের কতিপয় গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না।

অবিলম্বে আমার উম্মাতের মধ্যে ৩০ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, তাদের প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবী করবে। অথচ আমিই সর্বশেষ নবী এবং আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমার উম্মাতের একটি দল সর্বদা সত্যের উপর অটল থাকবে। যারা তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোন ক্ষতি করতে পারবে না, এমনকি এ অবস্থায় আল্লাহ্র নির্দেশ (কিয়ামাত) এসে যাবে। (সুনানে আবু দাউদ : ৪২৫২)

হযরত আবু মালিক আল আশআরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তিনটি বিপদ হতে মুক্তি দিয়েছেন। তা হলো (১) তোমাদের নবী তোমাদের অভিশাপ দিবেন না, অন্যথায় তোমরা সকলেই ধ্বংস হয়ে যেতে। (২) বাতিলপন্থী কখনো সত্যপন্থীদের উপর বিজয়ী হবে না এবং (৩) তোমরা সকলে এক সাথে পথভ্রষ্ট হবে না। (সুনানে আবু দাউদ : ৪২৫৩)
মহান আল্লাহ আমাদেরকে সব ধরনের বিপদ-আপদ ও ফেতনা থেকে রক্ষা করুন। আমাদের মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে কাজ করার তাওফিক দান করুন। আমিন।

Exit mobile version