Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আল্লাহর উপহার

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে ভাই-বোনের সাক্ষাত নেই। একজন আরেকজনের মুখ দর্শন করতে পারেন নি। সারাক্ষণ সেই কষ্টা তাদের পিছু ধাওয়া করেছে। অবশেষে পবিত্র হজ পালন করতে গিয়ে মিনায় মুখোমুখি দেখা হয়ে গেল ভাই-বোনের। একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদলেন অনেকটা সময়। আশপাশের হাজিরা তাকিয়ে তা দেখে চোখ মুছলেন। অনেকে ছবি তুলে রাখলেন। এই ভাই-বোন হলেন ফিলিস্তিনের সমীর ও বুশরা। ফিলিস্তিনে নিরাপত্তাহীনতার কারণে তারা আলাদা হয়ে গেছেন। সমীর চলে গেছেন অস্ট্রেলিয়ায়। রয়ে গেছেন বোন বুশরা। পবিত্র দুই মসজিদের হজ ও ওমরাহ কর্মসূচির অতিথি হিসেবে মক্কায় গিয়েছেন বুশরা। সেখানে মিনায় দেখা হয়ে যায় ভাই সমীরের সঙ্গে। এ সময় নিজেকে সংবরণ করতে পারেন নি দু’জনের কেউই। অঝোরে কাঁদলেন তারা। বুশরা বলেন, শেষ যখন তারা একত্রিত হয়েছিলেন সে কথা পরিস্কার মনে আছে তার। তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। তার অশেষ দয়ায় পবিত্র ঈদুল আযহার প্রথম দিনেই হাজি হিসেবে আবার আমাদের দেখা হয়ে গেল। হজে আসার আগে আমাদের মধ্যে যোগাযোগ হয় নি। এখানে এসে দু’জনের সাক্ষাত মনে হচ্ছে আল্লাহর উপহার।

Exit mobile version