Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আল জান্নাত এডুকেশন ইসলামিক ইনষ্টিটিউটে নবীন বরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:; অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। স্কুল, কলেজের মতো মাদ্রাসাগুলোকেও সরকার সমানভাবে গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রি মহল জাতিকে বিভ্রান্ত করতে নানা অপ্রপচার চালিয়ে সরকারের শিক্ষার উন্নয়ন ও দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। তিনি এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মন্ত্রী সোমবার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর আল জান্নাত এডুকেশন ইসলামিক ইনষ্টিটিউটের উদ্যোগে ফাজিল প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আল জান্নাত এডুকেশন ইসলামিক ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা আকমল খানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল এমদাদুল হক এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, উপজেলা নির্বাহী অফিসার মাসুন বিল্লাহ, মাদ্রাসার প্রিন্সিপাল শহিদুল ইসলাম নিজামী প্রমুখ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কলেজ গর্ভনিংবডির সদস্য রেজাউল করিম রিজু, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছায়াদ খান, ডাঃ আছকির খান, প্রবাসী ইয়াওর মিয়া, সাংবাদিক ইকবাল হোসেন আনা প্রমুখ। সভায় অতিথি ও নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

Exit mobile version