Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আয়ারল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়

জগন্নাথপুর টুয়েন্টিফোর স্পোর্টস ডেস্ক::আয়ারল্যান্ড সফরে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার বেলফাস্টে আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে লেগ স্পিনার রুমানার হ্যাটট্রিকে জয় পায় জাহানারা আলমের দল। সেই সাথে বাংলাদেশের মেয়েদের হয়ে প্রথম হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন রুমানা। টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে হারার পর আজকের জয়ে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের মেয়েরা জিতল ১-০ তে। প্রথম ওয়ানডেটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

দলকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রুমানাই।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘দারুন লাগছে। ওই সময়ে এটা না হলে আমরা জিততাম না। দলের জন্য এরকম একটা কিছুই দরকার ছিল। চাপের মধ্যে থেকেও কাজটা করে পেরে আমি খুশি’—

প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা ৪০.১ ওভারে করে ১০৬ রান। জবাবে সহজ জয়ের দিকেই যাচ্ছিল আইরিশ মেয়েরা। এক পর্যায়ে হাতে ৮ উইকেট নিয়ে দরকার ছিল মাত্র ৫৫ রান। কিন্তু রুমানার হ্যাটট্রিকে ঘুরে যায় ম্যাচের মোড়। বাংলাদেশের মেয়েদের হাতে ধরা দেয় সিরিজ জয়।

Exit mobile version