Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইউএফপিএফএ প্রতিনিধিদলের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পরিদর্শণ

কান্টি প্রোগ্রাম ইভালোয়েশন টিম(ইউএফপিএফএ) এর প্রতিনিধি দল আজ সোমবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পরিদর্শন করেছেন।

শ্রীলংকার পদ্মা বারুনা রতন ও নেদারল্যান্ডের ফাংর্কন নইজের নেতৃত্বে দুই সদস্য প্রতিনিধি দল স্বাস্থ্য কমপ্লেক্সের গর্ভবতী মা ও কিশোরী স্বাস্থ্য সেবার মান মান পরির্দশন করেন।
এছাড়াও লেবার রুম ও স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন বিভাগের কর্মক্রম পরির্দশন করে। পরে লেবার র্নাসদের ইন্টারভিউ নেন তারা। এসময় ইউএফপিএফএ দলের সুমালা চৌধুরী, ডা: শাহীন আহমদ,মো: আব্দুল কাইয়ুম মশাহিদ,ডা: তৌহিদা বুলবুল, রানী আক্তার, প্রতিমা রানী রায়, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরসহ স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউএফপিএফএ প্রতিনিধিদল আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কার্যক্রম পরির্দশন করে সন্তেুাষ্ঠ প্রকাশ করেছেন। এবং তাদের
বিভিবœ দিক নির্দেশনা আমাদের চিকিৎসা সেবাপ্রদানে আরো গতিশীল করবে বলে
তিনি আশা ব্যক্ত করেন।

Exit mobile version