Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইউনিয়ন নির্বাচনে জগন্নাথপুরের প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু, নৌকা দিবেন শেখ হাসিনা আর ধানের শীষ দিবেন মির্জা ফখরুল

স্টাফ রিপোটার:: ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রাথী মনোনয়নে প্রত্যয়ন দিবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিএনপির মনোনয়ন দিবেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামীলীগ ও বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবার প্রথমবারের মতো সারা দেশে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে অন্যরকম প্রচারণার ভাব লক্ষ্য করা যাচ্ছে। শুধু ভোটলাভে নয়, মনোনয়ন পেতে দলীয় শীর্ষ নেতাদেরও দ্বারস্থ হচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।তৃণমুল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন। জগন্নাথপুর উপজেলার আট টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে নির্বাচনে হবে চতুর্থধাপে। ইতিমধ্যে প্রার্থী হতে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। প্রবাসীরা দেশে আসতে শুরু করেছেন। যারা আসতে পারেননি তারা প্রবাসে বসে প্রতিদিন ভোটারদের সাথে যোগাযোগের পাশাপাশি দলীয় প্রতীক পেতে লবিং করছেন। বিশেষ করে নৌকা আর ধানের শীষ প্রতীক পেতে প্রধান দুই দলের প্রাথীরা মরিয়া হয়ে জোর লবিং চালাচ্ছেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভায় প্রতিটি ইউনিয়নে সভা করে একজন করে প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত হয়েছে। খুব শ্রীঘ্রই ইউনিয়ন ভিত্তিক প্রার্থী নির্ধারন কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। তিনি বলেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আওয়ামী রাজনীতির অভিভাবক সিদ্দিক আহমদকে নিয়ে আমরা প্রতিটি ইউনিয়ন থেকে তৃণমুলের মতামতে একজন প্রার্থী ঠিক করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলায় পাঠাব। দলীয় সভানেত্রী শেখ হাসিনাই চুড়ান্ত প্রত্যয়ন দিবেন। অপরদিকে বিএনপির মনোনয়ন নিয়ে এখনও জগন্নাথপুরে কোন সভা হওয়ার খবর পাওয়া না গেলেও সম্ভাব্য বিএনপি প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। দলীয় প্রতীক পেতে জোর লবিং চালাচ্ছেন। অপরদিকে জগন্নাথপুরের গ্রামগঞ্জে জাতীয়পার্টির লাঙ্গলের ভোট থাকলেও প্রার্থী সংকটে ভূগছে দলটি।

Exit mobile version