Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইজলা-নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার:: হিজলা-নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সাথে পুরানো কমিটি বহাল রেখে নতুন কমিটির কার্যক্রম বাতিলের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। রবিবার জগন্নাথপুর ‍েউপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগে নাদামপুর গ্রামের আবুল কালামসহ এলাকাবাসী এমন অভিযোগ করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়,২০১৬ সালে স্থানীয় সংষদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের মনোনীত বিদ্যুৎসাহী পুরুষ ও মহিলা নিয়ে হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ থাকা বস্থায় অতি সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র কুমার গোপ কতিপয় ব্যক্তির উচ্চাকাঙ্খা পূরনে নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করেছেন। যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও বেআইনি। অভিযোগকারীরার চলমান কমিটির কার্যক্রম বহাল রেখে নতুন পাল্টা কমিটি বাতিলসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তদন্তপূর্বক তাকে অন্যত্র বদলির জন্য আবেদন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম বলেন,আমাদের কমিটির মেয়াদ থাকাবস্থায় আমাদেরকে না জানিয়ে প্রধান শিক্ষক একটি মনগড়া কমিটি গঠন করেছেন। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি আইনানুগভাবে দেখার জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক রমেন্দ্র কুমার গোপ বলেন, নিয়ম নীতি মেনেই কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি গঠন করা হয়। শিক্ষা কমিটির অনুমোদনের আগ পর্যন্ত আগের কমিটিই দায়িত্ব পালন করবে। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার কেরে বলেন,নিয়ম মেনেই এলাকাবাসী কমিটি গঠন করেছেন। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন বলেন,ইজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তকরে আইনানুগ পদক্ষেপ নিব।

Exit mobile version