Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইনাতগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড

রাকিল হোসেন : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য পন্ড করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র অজুদ মিয়ার সাথে একই গ্রামের আব্দুর রুপের মেয়ে দিবা বেগম(১৬) এর বিয়ের দিন তারিখ ধার্য্য করা হয় আজ সোমবার। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাছুম বিল্লাহ নির্দেশে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ীঁর এসআই ধর্মজিৎ সিনহা গতকাল রবিবার রাতে এক দল পুলিশ নিয়ে ওই বিয়ে বাড়িতে হাজির হন। এ সময় তিনি উভয় পক্ষের সাথে কথা বলে এ বাল্য বিবাহ বন্ধ করার নির্দেশ দেন। পরে কনে দিবা বেগমের পিতার কাছ থেকে তিনি লিখিত মুছলেকা আদায় করে বিয়ে বন্ধ করেন। এসআই ধর্মজিৎ সিনহা সত্যতা নিশ্চিত করে বলেন,আব্দুর রুপ তার মেয়ে দিবার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেননা বলে লিখিত মুছলেকা দিয়েছেন।

Exit mobile version