Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত সংখ্যা বেড়ে ২৮১

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৮১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ১ হাজার ১১৬ জন।
সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানিয়েছেন, জীবিতদের সন্ধানে অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর আশেপাশের এলাকায় সুনামিটি আঘাত হানে।
ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সমুদ্রের নিচে ভূমিধসই এই সুনামির সম্ভাব্য কারণ বলে মনে করছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
ভূমিকম্পে উপকূলীয় এলাকায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে
প্রসঙ্গত, জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে থাকা সুন্দা প্রণালী জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আরও জানিয়েছে, নিহতদের বেশিরভাগই প্যানডেগলাং, দক্ষিণ ল্যাম্পাং ও সেরাং অঞ্চলের বাসিন্দা। সুনামির আঘাতে এসব এলাকায় শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাতের কারণে নতুন করে আবারও সুনামির আশঙ্কা করে এই আগ্নেয়গিরির কাছে ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তাদেরকে সমুদ্র উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌজন্যে সমকাল

Exit mobile version