1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন

ইসরায়েলের ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ৯৭ ফিলিস্তিনি নিহত

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাজার সরকারী গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এক বিবৃতিতে কার্যালয়টি জানায়, তারা যুদ্ধবিরতির ৮০টি লঙ্ঘনের প্রমাণ নথিভুক্ত করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়েছে, এই লঙ্ঘনগুলো বেসামরিক মানুষের ওপর সরাসরি গুলি চালানো, ইচ্ছাকৃত গোলাবর্ষণ ও লক্ষ্যভিত্তিক হামলা, একই সঙ্গে একাধিক বিমান হামলা এবং বেসামরিক নাগরিকদের গ্রেপ্তার অন্তর্ভুক্ত করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই আচরণগুলো দখলদার বাহিনীর আগ্রাসী মনোভাবের প্রতিফলন, যা মাটিতে উত্তেজনা বাড়ানোর স্পষ্ট ইচ্ছা এবং রক্ত ও হত্যার প্রতি তাদের অবিরাম পিপাসাকে প্রকাশ করে। সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com