Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইসলামি দলের নেতাদের ঘোষণা’ আরাকান রাজ্য দখল করা হবে’

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজ-পরবর্তী এক বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকটি ইসলামি দলের নেতারা ঘোষণা দেন, মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ না করলে, আরাকান (রাখাইন) রাজ্য দখলে নেবে তারা। রোহিঙ্গাদের ওপর অব্যাহত খুন-নির্যাতন বন্ধের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ কয়েকটি ইসলামি দল অংশ নেয়।
আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিচারও দাবি করেন, সমাবেশের বক্তারা। ১১ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ১২ সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ সহ কয়েক দফা কর্মসূচি পেশ করেন তারা । নির্যাতন বন্ধ না হলে ১৩ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সকাল ১০টায় যাত্রা শুরু করে, মিয়ানমার দূতাবাস ঘেরাও করার হুশিয়ারি দিয়েছেন তারা। কর্মসূচিতে আরও বলা হয় প্রয়োজনে তারা, নাফ নদী পার হয়ে মিয়ানমারের আরাকান (রাখাইন) ঘেরাও দিয়ে তা দখল করবে।
সমাবেশে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়ার নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, খেলাফত মজলিশের কেন্দ্রীয় মহাসচিব ডা. আহমেদ আব্দুল কাদের, সাংগাঠনিক সম্পাদক মাওলানা আহমেদ কাশেমী প্রমুখ।

Exit mobile version