Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইসলাম নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করায় শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: একটি পত্রিকার লেখায় ইসলাম ধর্মকে ‘অবমাননা’ করে মন্তব্য করায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে আইনি অভিযোগ লিপিবদ্ধ করিয়েছেন ভারতের একজন আইনজীবী।

‘অভিনেতা শাহরুখ খান মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কিছু মন্তব্য করেছেন; এ মর্মে একজন আইনজীবী কাছ থেকে একটি অভিযোগপত্র পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তার বিরুদ্ধে একটি এফআইআর নিবন্ধন করেছি’, জানান ভারতের বান্দ্রা পুলিশ স্টেশনের মহাপরিদর্শক প্রকাশ জর্জ।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, অভিযোগটি শাহরুখ খান, পত্রিকার প্রকাশক ও লেখকের বিরুদ্ধে নিবন্ধিত হয়েছে।

অভিযোগকারী খালিদ বাবু কোরেশী অভিযোগে বলেন, ‘জুলাই মাসে ‘টাইম অ্যান্ড স্টাইল’ পত্রিকা প্রকাশের সময় শাহরুখ নবী মুহাম্মাদ (স) সম্পর্কে ‘অমার্জিত’ ভাষা ব্যবহার করেছেন যা অগ্রহণযোগ্য।’

অভিযোগটি ভারতীয় রাষ্ট্রিয় ধারা ২৯৫এ এবং ধারা ৩৪-এর অধীন নিবন্ধিত করা হয়েছে। যেখানে ধর্মীয় ‘অনুভূতি’তে আঘাত দেয়াকে ‘অপরাধ’ হিসাবে গণ্য করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Exit mobile version