1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

ইসির সঙ্গে বৈঠক/ নভেম্বরে গণভোট চায় জামায়াত

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ বা ‘না’- এমন একটি গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৩ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, ‘একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হলে রিফর্মের গুরুত্ব কমে যাবে, তাই নভেম্বরে আলাদা করে গণভোট আয়োজনের দাবি জানানো হয়েছে।’ একইসঙ্গে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নিতে ইসিকে আহ্বান জানায় দলটি।

তিন ঘণ্টাব্যাপী বৈঠকে জামায়াত জানায়, প্রবাসীদের এনআইডি না থাকলেও জন্মনিবন্ধন সনদ দিয়ে ভোটের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন।

কমিশন এখনও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলে বৈঠকে জানানো হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে ঐক্যমত্য হয়নি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত আছেন। অন্যদিকে, জামায়াতের পক্ষে রয়েছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা করবে। জামায়াতের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও ইসির আলোচনায় উঠে আসার কথা রয়েছে।

বৈঠক প্রসঙ্গে জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, ‘সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয় তো এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে তারা ব্রিফিং করবেন।’

আগামী বছর রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। বৈঠকে সংসদ নির্বাচনের দিন একসঙ্গে গণভোট করার প্রস্তাবনা যেমন আছে, তেমনি জাতীয় নির্বাচনের আগে গণভোট করার প্রস্তাবও রয়েছে। তবে গণভোট কবে হবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে চলতি মাসে নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপে বসার কথা রয়েছে।
সূত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com