Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঈদযাত্রায় সড়ক নিহত ৪০৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ-পথে সম্মিলিতভাবে ৩৩৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪০৫ জন নিহত এবং ১ হাজার ২৭৪ জন আহত হয়েছেন। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার ওপর প্রতিবেদন প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। প্রতিবেদনে আরও বলা হয়, ঈদুল ফিতরের আগে ও পরে মোট ১৩ দিনে দেশের সড়ক ও মহাসড়কে ২৭৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত এবং ১ হাজার ২৬৫ জন আহত হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক বলেন, এবার ঈদের আগে যাত্রাপথে সকল তদারকি সংস্থার সক্রিয় অবস্থানের কারণে ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হলেও ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে তদারকি না থাকায় সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
প্রতিবছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় যাত্রী কল্যাণ সমিতি ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌ পথে দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানীর বিষয়টি গত চার বছর যাবত পর্যবেক্ষণ করে আসছে।

Exit mobile version