Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঈদুল আযহার তাৎপর্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসতে হবে-মুক্তাদীর আহমদ

রানীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ-
সিন্ধুমনি সরকার রানীগঞ্জ থেকে:: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, তরুণ প্রজন্ম কে চিত্তের সঙ্গে বিত্তের সমন্ধয়ের মাধ্যমে সমাজকল্যাণে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আযহার তাৎপর্য বাস্তবায়নের মাধ্যমে তরুণরাই পারে সমাজকে এগিয়ে নিতে। তিনি রানীগঞ্জ ফেন্ডস ক্লাবের মানবসেবামূলক কাজের প্রশংসা করে বলেন, মানবতার কল্যাণে কাজ করাই হচ্ছে ধর্ম। তাই ঐক্যবদ্ধভাবে সমাজের উন্নয়নে এলাকার তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন,অচিরেই রানীগঞ্জ ফেরি চালু হবে। রানীগঞ্জ সেতু নির্মাণ বাস্তবায়ন হলে বদলে যাবে রানীগঞ্জের দৃশ্যপট। এসব উন্নয়ন কাজে তরুণদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সমাজ উন্নয়নে নিয়োজিত সামাজিক সংগঠন ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে সংগঠনের কার্য্যালয়ে দরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফ্রেন্ডস্ ক্লাবের সহ সভাপতি মো: আজিজুল ইসলাম রাহুল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: ইসলাম আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমান,সংগঠনের উপদেষ্টা ও দাতা সদস্য হাজী আব্দুল খালিক, ইউপি সদস্য মো: মুক্তার মিয়া, মো: মোতাহির আলী, উপদেষ্টা নিজাম উদ্দিন জালালী, দাতা সদস্য মো: সোহেল মিয়া, সাংবাদিক আজিজুল রহমান,এম,জি সারোয়ার।,সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো: কাসেম আলী, সদস্য মাহিদুল ইসলাম রাজন, সংগঠনের প্রতিষ্টাতা ও সহ নিবার্হী সম্পাদক হাবিব উদ্দিন, সহ সাধারন সম্পাদক মুজিব মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো: ছাদিকুর রহমান, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল আহমদ সদস্য কাওছার আহমদ,আসাদ আহমদ,শায়েক আহমদ,মোহাম্মদ আলী, সেজু আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ২০০ দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল,তেল ও মসলা প্রদান করা হয়।

Exit mobile version