Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঈদের খুশি ঘরে ঘরে পৌছে দিতে যুব সমাজকে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে-আকমল হোসেন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন,সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে। তাই বৃত্তবানদেরকে এগিয়ে এসে সবার মাঝে ঈদের খুশি বিলিয়ে দিতে হবে। তিনি বলেন,সাজিদ উল্যাহ ফাউন্ডেশনের অর্থায়নে যেভাবে দরিদ্র শিশুদের মধ্যে ঈদেও বস্ত্র বিতরণ করা হয়েছে সমাজের বিত্তশালীরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে সবাই মিলেমিলে আনন্দেও সহিত ঈদ করা যাবে। তিনি যুব সমাজকে এসব বিষয়ে উদ্যোগী হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আর্দশ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হাজী সাজিদ উল্যাহ ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র পথশিশুদের মধ্যে ঈদের কাপড় বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে হাজী সাজিদ উল্যাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজদ উল্যার সভাপতিত্বে ও নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমদ, ইউপি সদস্য মুক্তার মিয়া, রানীগঞ্জ আর্দশ সমাজ কল্যাণ সংস্থার সোলেমান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, হাজী সাজিদ উল্যাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিঠু। সভায় শতাধিক শিশুদেরকে নতুন পোশাক প্রদান করা হয়।

Exit mobile version