Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘ ঈদের জামাতে জায়নামাজ ছাড়া আর কিছু আনবেন না’

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জায়নামাজ ছাড়া ঈদের নামাজে অন্য কিছু না আনতে মুসল্লিদের অনুরোধ করেছেন র‌্যাবের ডিজি বেনজির আহমেদ।

শুক্রবার বিকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেন।

র‌্যাব ডিজি বলেন, দেশে বর্তমানে সুনির্দিষ্টভাবে জঙ্গি হামলার কোনো হুমকি নেই। জঙ্গিদের আসলে এখন আর হামলার সক্ষমতাও নেই। আইনশৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানে জঙ্গিরা দুর্বল হয়ে সেই সক্ষমতা হারিয়ে ফেলেছে।

বেনজির আহমেদ বলেন, আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সার্বিক উদ্যোগ নিয়েছি। এজন্য ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য যে কোনো কিছু আনতে নিরুৎসাহিত করছি। নগরবাসীকে অনুরোধ করছি- সম্ভব হলে পানির বোতলও আনবেন না। যারা গাড়ি নিয়ে আসবেন, তাদের মাঠ থেকে দূরে পার্ক করার অনুরোধ করছি।

তিনি বলেন, দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান শোলাকিয়া ঈদগাহে আগের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

Exit mobile version