Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঈদে অপেশাদার চালকরা গাড়ি চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসন্ন ঈদে পেশাদার চালক ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। এ জন্য মহাসড়কে পুলিশি টহল থাকবে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রতিবছর ঈদযাত্রায় সড়কে প্রাণহানি ঘটছে। আমরা সেসব নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এবার সড়কের নিরাপত্তায় অপেশাদার চালকদের নিষিদ্ধ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, অপেশাদার কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য মহাসড়কে পুলিশি টহল অব্যাহত থাকবে। সন্দেহজনক গাড়ি দেখে তা থামিয়ে লাইসেন্স পরীক্ষা করা হবে। অভিযুক্ত হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।

ঈদে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদারে ‘ব্লক রেইড’ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ঢাকার প্রবেশ ও বাইরের পথে চেকপোস্ট থাকবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, যানজট নিরসনে গার্মেন্টস কারখানায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। আর বিশেষ ব্যবস্থা থাকায় এবার সড়কে যানজট ও ভোগান্তি কম হবে।

সুত্র-আমার সংবাদ

Exit mobile version