Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঈদ উপলক্ষে সৈয়দপুরে চার শতাধিক দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ

সৈয়দপুর(শাহারপাড়া) ইউনিয়ন প্রতিনিধি;: জগন্নাথপুর উপজেলায় সৈয়দপুর যুব পরিষদ ইউকে এন্ড নর্থইস্ট এর উদ্যোগে প্রায় ৪ শতাধিক গরীব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবাল বিকালে সৈয়দপুর আলিয়া মাদ্রাসার মাঠ সংলগ্ন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রীন সৈয়দপুরের সমন্বয়কারী তরুণ সংগঠক সৈয়দ হাফিজ উদ্দীনের পরিচালনায় ও গ্রামের গ্রবীন মুরুব্বি হাজী সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর আলিয়া মাদরাসার অধ্যক্ষ হাফিজ সৈয়দ রেজুওয়ান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেম্বার হাজী সৈয়দ হবিবুর রহমান, সাবেক মেম্বার মাওলানা সৈয়দ মুন্সিফ আলী, সৈয়দ খাইরুল ইসলাম, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দ সেবুল আহমদ, মাগুরা ক্রিকেট ক্লাবের সভাপতি সৈয়দ হিলাল আহমদ, মাওলানা সৈয়দ নাহিদ আহমদ, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ এস এ কিবরিয়া, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তাক্বীম আহমদ, সাহিত্য সম্পাদক সৈয়দ একরামুল হক, সৈয়দ রিবান আহমদ, মল্লিক আবেদ, সৈয়দ আদিল হক, সৈয়দ মারজান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা মাটির টানে দেশের মানুষের মুখে হাসি ফুটাতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দপুর এলাকায় প্রায় ৪ শতাধিক গরীব মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান প্রশংসার দাবী রাখে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় প্রবাসীরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাদের এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

Exit mobile version