Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

উত্তেজনার মধ্যে দিয়ে জেলা কৃষকলীগের পাল্টাপাল্টি বর্ধিতসভা

স্টাফ রিপোর্টার::তীব্র উত্তেজনার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা কৃষক লীগ পাল্টাপাল্টি বর্ধিতসভা করেছে। তবে এক পক্ষের সভায় কেন্দ্রীয় নেতাদের দেখা গেছে। দুই পক্ষের বর্ধিত সভায় তৃণমূল নেতৃবৃন্দ বিভক্ত হয়ে অংশ নেন। জেলা সভাপতি সুবীর তালুকদার বাপ্টু সার্কিট হাউসে এবং সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল জেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ধিত সভায় অংশ নেন। তবে সভাপতি সুবীর তালুকদার বাপ্টুর বর্ধিত সভায় অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শুক্রবার সকালে জেলা কৃষকলীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টুসার্কিট হাউসে কৃষকলীগের বর্ধিত সভার আয়োজন করেন। এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক এডভোকেট খন্দকার শামছুল হক। অন্যদিকে একই সময়ে কৃষকলীগের বিপ্লবী সাধারন সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুলের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের করে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় কেন্ত্রীয় নেদৃবৃন্দ বাবুল চৌধুরীকে সমর্থকদের নেিয় সার্কিট হাউসের বর্ধিত সভায় অংশগ্রহণের আমমšণ জানালে তিনি আসেননি। তবে তিনি অভিযোগ কতরেছেন সার্কিট হাউসে আসলে বাপ্টুর সমর্থকরা গেইট তালাবদ্ধ করায় তারা ফিরে গিয়ে পৃথক বর্ধিত সভার আয়োজন করেন।
জেলা কৃষকলীগের সহ-সভাপতি স্মৃতিরতœ দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিক এডভোকেট সবিতা চক্রবতী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক স্বদেশ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইফসুফ আল আজাদ, জেলা কৃষকলীগের সদস্য ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন অপরদিকে জেলা কৃষকলীগ সভাপতি সুবীর তালুকদার বাপ্টুর সভাপতিত্বে সার্কিট হাউসের বর্ধিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক খোন্দকার শামছুল আলম, যুগ্ম সম্পাদক উম্মে কুলসুস্মৃতি প্রমুখ

Exit mobile version