Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

উপজেলা আওয়ামীলীগ অামাকে বহিস্কার করতে পারে না-মুক্তাদীর আহমদ

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের সভায় তাকে বহিস্কার প্রসঙ্গে এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গনমাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের কার্যক্ররী কমিটির সভায় অগঠনতান্ত্রিকভাবে কোরাম পূরন ছাড়াই মনগড়া সিদ্ধান্ত নেয়া হয়েছে যা দুঃখজনক। তিনি বলেন,আমি নেতৃমুল নেতাকমীদের উৎসাহে জনগন মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছি।আজ যে সিন্ধান্ত নেয়া হয়েছে তা পরিক্ষিত ও তৃনমুলনেতাকর্মীদের মনোভাব পরিপন্থি। সুকৌশলে তাদের প্রার্থীর পরাজয় আঁচ করতে পেরে সাধারণ নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য এটি একটি অপকৌশল বলে আমি মনে করি। বিগত জগন্নাথপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদেরকে পরাজিত করতে যারা বিভিন্ন অপকৌশলে চক্রান্তে মেতে উঠেছিলেন তাদের এধরনের সিদ্ধান্ত নেয়ার নৈতিক অধিকার নেই। বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদককে বহিস্কার করার ক্ষমতা উপজেলা আওয়ামীলীগ রাখে না। তাই এধরনের কুটকৌশলের অপরাজনীতিতে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য মুজিব আর্দশের প্রকৃতসৈনিকদের প্রতি আহ্বান জানাই। তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন সমূহে দলীয় ভিত্তিতে প্রার্থী ঘোষনা করলেও কেন্দ্রীয় আওয়ামীলীগ পরবতীতে শিথিলতা ঘোষনা করেন। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সহানুভূতি নিয়ে আমি প্রার্থী হয়েছি। শত কৌশল অপপ্রচার বিভ্রান্ত দিয়ে মুজিব আর্দশ থেকে আমাকে বিচ্যুত করা যাবে না। আমি বিশ্বাস করি ৬ মার্চ সর্বস্তরের জনসাধারণ দল মত নির্বিশেষে একজন পরিক্ষিত রাজনৈতিক কর্মীকে অবমূল্যায়নের জবাব ব্যালেটের মাধ্যমে প্রদান করবেন।

Exit mobile version