Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

উপজেলা পর্যায়ে ফুটবলার তৈরীতে ভূমিকা রাখবে জগন্নাথপুর ফুটবল ক্লাব ইউকে

স্টাফ রিপোর্টার::সিলেটে উপজেলা পর্যায়ে ফুটবলার তৈরীতে উদ্যোগ নেবে জগন্নাথপুর ফুটবল ক্লাব ইউকে। বুধবার পূর্ব লন্ডনে সংগঠনের কিট লঞ্চিং অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানান বক্তারা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খেলার মাঠের স¦ল্পতা ও বর্ষাকালে খেলার মাঠ পানিতে ডুবে থাকার কারণে বছরের দীর্ঘ একটা সময় মফস্বল পর্যায়ের ফুটবলাররা সারা বছর খেলা-ধূলা করার সুযোগ না পাওয়ায় মেধাবী ফুটবলার গড়ে উঠছে না, সেই প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে গ্রাম ও উপজেলা পর্যায়ে তরুণদের মধ্যে খেলাধূলায় আগ্রহী করে মেধাবী ফুটবলার তৈরীতে ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন জগন্নাথপুর ফুটবল ক্লাব ইউকের চেয়ারপার্সন মোহাম্মদ হোসেন বকুল। সোনালী অতীত উপজেলা ফুটবল কাপ ২০১৬ তে অংশ নেয়ার আগে নিজেদের কিট লঞ্চিং অনুষ্ঠানে ফুটবল ও ক্রীড়া সংগঠকরা এমন প্রত্যয়ের কথা জানান। সংশ্লিষ্টরা মনে করেন এধরণের উদ্যোগের ফলে প্রবাসে থেকেও বাংলাদেশের উপজেলা পর্যায়ে ফুটবলার তৈরীতে ও নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীদের ফুটবল খেলায় আগ্রহী করে গড়ে তোলার সম্ভব। সংগঠনের সাধারণ সম্পাদক সজিব মিয়ার সঞ্চালনায় কিট লঞ্চিং অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আবদুল মুকিত চুন্নু, সোনালী অতীত ইউকের চেয়ারপার্সন দৌলত খান বাবুল, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরুশ আলী, ভাইস চেয়ারম্যান জামাল উদ্দীন, সানা মিয়া, পৃষ্ঠপোষক টাইম এন্ড টিওন ওডিও এন্ড ভিশনের আকিক মিয়া, ক্যাফে মিরাজের শামিম আলী, ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান সিরাজ হক সহ কমিউিনটির বিশিষ্ট জন। পরে অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিরা জগন্নাথপুর ফুটবল ক্লাবের যার্সী ও কিট উন্মোচন করেন।

উল্লেখ্য দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সোনালী অতীত উপজেলা কাপ ফুটবল টুর্ণামেন্টে চলতি বছর মোট ১৪ টি উপজেলা অংশ নেবে। আগামী রবিবার লন্ডনের হেকনির মেলবিগ্রীনে সকাল ৯টায় খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের খেলায় ‘এ‘ গ্রুপে জগন্নাথপুর ফুটবল ক্লাব মৌলভীবাজার উপজেলার মুখোমুখি হবে সকাল সাড়ে দশটায়। এছাড়াও টুর্ণামেন্টে জগন্নাথপুর, মৌলভীবাজার, ছাতক , বিশ্বনাথ, দিরাই, বালাগঞ্জ, ওসমানীনগর, সিলেট সদর, দক্ষিণ সুরমা, রাজনগর, দক্ষিণ সুনামগঞ্জ, নবিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের দল অংশ নিচ্ছে।

Exit mobile version