1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

এইসএসসি ফলাফল কি হতাশাজনক?

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মনোরঞ্জন তালুকদার:
গত ১৬ই অক্টোবর ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। উক্ত ফল প্রকাশের পর সমাজের নানা স্তরের মানুষের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অধিকাংশ মানুষই হতাশ। তারা মনে করছেন ফলাফলে বিপর্যয় ঘটেছে এবং তার কারন হচ্ছে শিক্ষাঙ্গনে যথাযথ ভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত না হওয়া। এই ধারণার সাথে আমি একমত নই। যেদিন ফলাফল প্রকাশিত হয় সেদিনই আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে দিয়ে ফলাফলটি বিশ্লেষণ করার চেষ্টা করবো।

“এবার এইচ এস সি পরীক্ষার ফলাফল দেখে আশা করা যায় শিক্ষার্থীরা এখন শিক্ষাঙ্গন মুখী হবে এবং আবার পড়ার টেবিলে ফিরে যাবে। যারা সফল হয়েছো তাদের সবাইকে অভিনন্দন। যারা হওনি তাদের জন্য আগাম শুভকামনা। মনযোগ সহকারে ক্লাশ করো, পড়ার টেবিলে সময় দাও-সফলতা আসবেই।” আমার এই বক্তব্য হচ্ছে দীর্ঘ শিক্ষকতা জীবনে শেষের ২০/২১ বছরের হতাশাজনক অভিজ্ঞতার হাহাকার থেকে উৎসারিত। ২০০৪ সালের পর থেকে ক্রমান্বয়ে ফলাফল যে উর্ধ্বমুখী হওয়া শুরু হয়েছিল ২০২৪ সাল থেকে সেই ফলাফলকে বাস্তবমুখী করার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে মাননীয় শিক্ষা উপদেষ্টা ফলাফল ঘোষণা উত্তর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় যে কথা বলেন তা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন,”আমরা অতিরিক্ত নম্বর দেওয়ার পরিবর্তে ন্যায্য নম্বর দেওয়ার, সন্তুষ্টির চেয়ে সততাকে বেছে নিয়েছি। আমরা এমন একটি সংস্কৃতি তৈরি করেছি যেখানে সংখ্যা নিজেই সত্য হয়ে উঠেছে”।

প্রসঙ্গত শিক্ষা বোর্ডের কর্মকতাদের মতামতও এই প্রসঙ্গে প্রনিধানযোগ্য। তারা বলেন,” প্রকৃতপক্ষে এই বছরের ফলাফলের মাধ্যমেই দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত অবস্থা প্রতিফলিত হয়েছে। অতীতে বোর্ডগুলো থেকে উচ্চ সাফল্যের হার দেখানোর জন্য শিক্ষকদের মার্কিংয়ে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বলা হয়েছিল”। সূত্র( The daily star17.10.25)

উপরোক্ত দুটি বক্তব্যই প্রমাণ করে অতীতের এইচএসসি পরীক্ষায় উত্তরপত্র যথাযথ ভাবে মূল্যায়ন করা হয়নি। যা সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় এক ধরনের ধ্বস তৈরি করে। এ কথা বলতে দ্বিধা নেই যে,সত্যিকার অর্থেই অতীতের ফলাফল গুলো ছিল অতিরঞ্জিত। যে সব ছাত্র/ছাত্রী নির্বাচনী পরীক্ষায় ভালো করতে পারতো না তারাও ফাইনাল পরীক্ষায় অনেক ভালো ফল করতো। এ ছিল এক চরম বিস্ময়কর বিষয়। শিক্ষার্থীদের বিরাট একটা অংশ জেনে গিয়েছিলো ফাইনাল পরীক্ষায় পাশ করার জন্য ক্লাশ করার বা পড়াশুনার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু খাতা ভরে উত্তর করে আসার। তাই ৫০০ শিক্ষার্থী কলেজে ভর্তি হলেও ক্লাশে ত্রিশ জনের বেশী শিক্ষার্থী পাওয়া যেতো না। দুপুর একটার পর ক্যাম্পাসে কোন ছাত্র/ছাত্রী থাকতো না। আশাকরি এবারের এই ফলাফল শিক্ষার্থীদের আবার ক্লাশমুখী করবে। অবসান হবে দুঃসময় ও দুর্ভাবনার।

যাহোক ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণ করলে আরো কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। এই বছর গড় পাশের হার উল্লেখযোগ্যভাবে কমেছে যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

ফলাফল বিশ্লেষণ করলে যে তথ্যগুলো পাওয়া যায় তাহলো-১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এটি ২০২৪ সালের পাসের হার ৭৭.৭৮ শতাংশ থেকে ১৮.৯৫ শতাংশ কম। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ঘটেছে বিপর্যয়। এ বছর মোট ৬৯০৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে যা ২০২৪ সালের ১৪৫৯১১ জন অপেক্ষা উল্লেখযোগ্য হারে কম। অর্থাৎ এবার জিপিএ-৫ প্রাপ্তি ৭৬৮১৪ জন কমেছে।

তাছাড়া মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। মোট পাস করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। ছাত্রদের চেয়ে পাসের হারে ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্রীদের গড় পাসের হার যেখান ৬২.৯৭ শতাংশ সেখানে ছাত্রদের গড় পাশের হার হচ্ছে ৫৪.৬০ শতাংশ।

ফলাফলের এই বিপর্যয়ের কারন বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন বোর্ডের কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে গনিত, ইংরেজী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফলাফল খারাপ হওয়ায় সার্বিক ফলাফলে এই বিপর্যয় ঘটেছে। বোর্ড কর্তাদের এই বক্তব্যের কিছু অংশের সাথে দ্বিমত করার সুযোগ আছে। বিজ্ঞান বিভাগের বেশীর ভাগ ছাত্র/ছাত্রী গনিত বিষয়টিকে চতুর্থ বিষয় হিসাবে নিয়ে থাকে। ফলে গনিতের কারনে ফলাফল বিপর্যয়ের ব্যাখ্যা গ্রহণযোগ্য হতে পারেনা। তবে একথা অনস্বীকার্য ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফলাফল খারাপ করার কারনে এমন ফলাফল হয়েছে। প্রশ্ন হচ্ছে ফলাফল খারাপ হওয়ার পিছনে ইংরেজি বিষয়টি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – এটা জানার পর আমরা সমস্যাটি সমাধান করতে পারছিনা কেন? দীর্ঘ ১২ বছর ইংরেজি পড়ার পরও কেন শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে পাস নম্বর তুলতে ব্যর্থ হয়? এর উত্তর শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদেরই খুঁজে বের করতে হবে এবং যত দ্রুত সম্ভব।

এবার আমাদের সিলেট বোর্ডের ফলাফল নিয়ে কিছুটা আলোকপাত করা যাক। জেলা ভিত্তিক পাসের হারে দেখা যায়, সিলেট ৬০.৬১ শতাংশ, হবিগঞ্জ ৪৯.৮৮ শতাংশ, সুনামগঞ্জ ৪৬.৩৫ এবং মৌলভীবাজার ৪৫.৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। একমাত্র সিলেট ছাড়া অপর তিনটি জেলায় পাসের চেয়ে শিক্ষার্থী ফেল করেছে বেশী। বাংলাদেশের শিক্ষায় অনগ্রসর জেলা সমূহের মধ্যে নিঃসন্দেহে সুনামগঞ্জ অন্যতম। তার অন্যতম প্রধান কারন হচ্ছে প্রাকৃতিক। হাওর বেষ্টিত যোগাযোগ বিছিন্ন জেলা হচ্ছে সুনামগঞ্জ। এই জেলার অধিকাংশ অঞ্চল বছরে ছয় সাত মাস পানির নীচে তলিয়ে থাকে। তাই বেশির ভাগ অঞ্চলই এখনো সড়ক যোগাযোগ নেটওয়ার্ক এর বাহিরে। সুন্দর যোগাযোগ ব্যবস্থার অনুপস্থিতির কারনে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব হয়না। অন্যদিকে কিছু কিছু উপজেলা প্রবাসী অধ্যুষিত হওয়ায় সেখানে প্রবাস ভিত্তিক অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। এই সমস্ত অঞ্চলে বসবাসকারী সকলের স্বপ্ন বিদেশ যাওয়া। পড়াশুনা তাদের কাছে মুখ্য কোন বিষয় নয়। তেমনি একটি উপজেলা জগন্নাথপুর। জগন্নাথপুরেও এইচএসসি ফলাফলে বিপর্যয় ঘটেছে। জগন্নাথপুরের ১১টি প্রতিষ্ঠান থেকে ১৪৮০ জন শিক্ষার্থী এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫৬৫ জন। পাশের হার ৩৮.১৭ শতাংশ। জগন্নাথপুর সবচে ভালো ফলাফল করেছে পাটলী ইউনিয়ন মহিলা কলেজ। এই কলেজের পাসের হার ৮৫.৪২ শতাংশ। নিঃসন্দেহে ভালো ফলাফল। তবে এ ফলাফলের ক্ষেত্রে অন্যতম বিবেচ্য বিষয় হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। মোট ৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪১ জন পাশ করেছে। তবুও কলেজ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। দ্বিতীয় ভালো ফলাফল করেছে শাহজালাল মহাবিদ্যালয়। তাদের পাশের হার ৫৬.৪৯ শতাংশ। শাহজালাল কলেজ অপেক্ষা জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ফলাফল খারাপ হয়েছে। জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে পাসের হার ৪৬.৫৮ শতাংশ। তার প্রধানতম কারন বানিজ্য বিভাগের ফলাফল বিপর্যয়। বানিজ্য বিভাগের পাসের হার ১৪ শতাংশের উপর হবে না। আর এই ফলাফলই সামগ্রিক ফলাফলকে প্রভাবিত করেছে। বানিজ্য বিভাগের ফলাফলের এই বিপর্যয়ের হাত থেকে সহজে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ মুক্ত হতে পারবে না। কারণ বানিজ্য বিভাগের গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে শিক্ষক নেই দীর্ঘদিন যাবত। একাউন্টিং ও ফাইনান্স বিষয়েযতদিন শিক্ষক না পাওয়া যাবে ততদিন এই বিভাগে ফলাফল বিপর্যয় ঘটতেই থাকবে। তবে আমি ব্যক্তিগত ভাবে খুবই আশাবাদী বর্ত্মান যোগ্য প্রিন্সিপাল স্যার এর নের্তৃত্বে আগামী বছর থেকেই কলেজটি ঘুরে দাঁড়াবে। বর্তমান প্রিন্সিপাল শহিদুল আলম স্যার একজন নিবেদিত প্রাণ শিক্ষক। ইতিমধ্যেই কলেজে উল্লেখযোগ্য পরিব পরিলক্ষিত হচ্ছে। তাছাড়া জগন্নাথপুর কলেজে আছে একঝাঁক প্রতিভাবান শিক্ষক। দুজন শিক্ষক ছাড়া অন্য যারা আছেন তারা বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চেয়ে কম মেধা সম্পন্ন নন। তাই তাদের সম্মিলিত প্রচেষ্টায় জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হোক এই প্রত্যাশা করি।

লেখক- সহকারী অধ্যাপক (অবঃ)

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com