1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী ‌একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: ড.শফিকুর রহমান জগন্নাথপুরে খেলাফত মজলিসের পাইলগাও ইউনিয়ন শাখা পুনর্গঠন সম্পন্ন গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল সমাজে অরাজকতা: কোরআন-হাদিসের সতর্কবার্তা জুলাইয়ে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন সিলেট সীমান্ত এলাকায় থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ আমাদের সামনে আরেকটি লড়াই আসছে : নাহিদ ইসলাম সুনামগঞ্জে ২৫-৩০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবি, বৃদ্ধার মৃত্যু গোপালগঞ্জে আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫

একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর সহজ উপায়

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

টেক ডেস্ক :: বর্তমানে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। তবে এর একটি সীমাবদ্ধতা হলো এক ফোনে একসাথে কেবল একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। বিশেষ করে ডুয়েল-সিম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি বেশ অস্বস্তিকর, কারণ তারা চান দুটি নম্বরেই হোয়াটসঅ্যাপ চালাতে। ভালো খবর হলো, কিছু সহজ পদ্ধতিতে আপনি একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

পদ্ধতি ১: হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার

এই উপায়টি সবচেয়ে সহজ, নিরাপদ এবং অফিসিয়াল। ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি আপনি একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট চালাতে পারবেন।

ধাপসমূহ:

  1. গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে “WhatsApp Business” সার্চ করুন।

  2. অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন।

  3. অ্যাপ ওপেন করে সেটআপ শুরু করুন।

  4. যেই নম্বরটি এখনো হোয়াটসঅ্যাপে ব্যবহার হয়নি বা আপনি সেকেন্ডারি হিসেবে ব্যবহার করতে চান, সেটি দিন।

  5. ওটিপি (OTP) দিয়ে নম্বর ভেরিফাই করুন।

  6. চাইলে ব্যাকআপ রিস্টোর করুন বা স্কিপ করুন।

  7. একটি নাম এবং প্রোফাইল ছবি নির্বাচন করুন।

  8. সেটআপ সম্পন্ন হলে আপনি দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।


পদ্ধতি ২: প্যারালাল স্পেস বা ডুয়েল অ্যাপ ব্যবহার

অনেক অ্যান্ড্রয়েড ফোনে ‘ডুয়েল অ্যাপ’, ‘অ্যাপ ক্লোন’, বা ‘প্যারালাল স্পেস’ নামে ফিচার থাকে, যেটি একই অ্যাপের দুটি আলাদা সংস্করণ চালাতে সহায়তা করে।

ধাপসমূহ:

  1. ফোনের সেটিংসে গিয়ে ‘ডুয়েল অ্যাপ’ বা ‘অ্যাপ ক্লোন’ অপশন খুঁজুন।

  2. হোয়াটসঅ্যাপ নির্বাচন করে ক্লোন বা ডুয়েল মোড চালু করুন।

  3. হোম স্ক্রিনে একটি নতুন হোয়াটসঅ্যাপ আইকন তৈরি হবে।

  4. সেটি ওপেন করে আপনার দ্বিতীয় নম্বরটি প্রবেশ করুন।

  5. ওটিপি দিয়ে নম্বর ভেরিফাই করুন।

  6. চাইলে ব্যাকআপ রিস্টোর করুন বা স্কিপ করুন।

  7. একটি নাম এবং প্রোফাইল ছবি দিন।

  8. এবার আপনার দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহারের জন্য প্রস্তুত।


পদ্ধতি ৩: জিবি হোয়াটসঅ্যাপ ব্যবহার (সতর্কতার সাথে)

জিবি হোয়াটসঅ্যাপ একটি তৃতীয়পক্ষীয় মোডিফায়েড অ্যাপ, যা অফিসিয়াল নয়। এটি ব্যবহার করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ঝুঁকি থাকতে পারে। এছাড়া এটি প্লে স্টোরে পাওয়া যায় না – শুধু ওয়েবসাইট থেকে এপিকে (APK) ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে হয়।

ধাপসমূহ:

  1. কোনো বিশ্বস্ত ওয়েবসাইট থেকে জিবি হোয়াটসঅ্যাপের এপিকে ডাউনলোড করুন।

  2. ইনস্টল করতে হলে “Unknown sources” ইনস্টলেশন চালু করতে হতে পারে।

  3. অ্যাপ ওপেন করে সেটআপ শুরু করুন।

  4. দ্বিতীয় নম্বরটি প্রবেশ করান যেটি হোয়াটসঅ্যাপে আগে ব্যবহার হয়নি।

  5. ওটিপি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন।

  6. চাইলে ব্যাকআপ রিস্টোর করুন।

  7. একটি নাম এবং প্রোফাইল ছবি দিন।

  8. সেটআপ শেষ হলে আপনি দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন।


শেষ কথা:
উপরের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার ডুয়েল-সিম ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সবগুলো পদ্ধতিই কার্যকর, তবে আইফোনে কেবল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহারের মাধ্যমেই এটি করা সম্ভব।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com