Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এডিস মশা রোধে মশারি টানানো হলো জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

 

এডিস মশা রোধে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মশারি টানানো হয়েছে।
গতকাল শনিবার সকালে কমপ্লেক্সের পুরুষ ও নারী ওয়ার্ডের ৫০ শয্যায় মশারি টানানো হয়।

জানা যায়, সম্প্রতি সারাদেশে ডেঙ্গু জ্বরের আতঙ্ক দেখা দিয়েছে। এরইমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কয়েকজনের প্রাণহাণির ঘটনাও ঘটেছে। ডেঙ্গু নিয়ন্ত্রনে জনসচেতনতা বৃদ্ধির জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জগন্নাথপুরে এখন পর্যন্ত ডেঙ্গুর কোন প্রকাপ নেই। তারপরও সরকারী নির্দেশনা অনুয়ায়ী গতকাল স্থানীয় প্রশাসনের আয়োজনে জগন্নাথপুরে পরিস্কার পরিছিন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীদের সুরক্ষায় আমরা গতকাল হাসপাতালের ৫০ শয্যায় মশারি টানানো হয়েছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এডিস মশা রোধে পরিস্কার পরিছিন্নতা অভিযান করা হয়েছে। ব্লিচিং পাউটার ছিড়ানো হয়েছে। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরে ডেঙ্গু নেই। তবুও আমরা সচেতনতার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কাজ করছি।

Exit mobile version